সংবাদদাতা, কাটোয়া : স্বপ্নের জগতে ভাসছে কাটোয়ার বিদ্যাসাগর পল্লির বাসিন্দা সোমা (Soma)। ইডেনের ২২ গজে ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) তার কাঁধ ছুঁয়ে পোজ দিয়েছেন। একই ফ্রেমে পাশে দাঁড়িয়েছেন রুপোলি পর্দার জনপ্রিয় নায়ক রণবীর কাপুর (Ranbir Kapoor)। সেই ছবিই এখন একাদশের ছাত্রী সোমার দিনরাতের সঙ্গী। গত রবিবার ইডেনে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও বলিউডের নায়ক রণবীর কাপুরের দলের সীমিত ওভারের প্রীতি ক্রিকেট ম্যাচ হয়। সেই ম্যাচেই সৌরভের দলের প্রথম একাদশে সুযোগ পায় কলকাতার গোয়াবাগানের একটি ক্রিকেট কোচিং ক্যাম্পের শিক্ষার্থী সোমা (Soma)। অভিভূত সোমার কথায়, ‘‘দাদা আর রণবীর কাপুর, দু’জনেই আমার স্বপ্নের নায়ক। একজন ২২ গজের, অন্যজন রুপোলি পর্দার। দু’জনকে একসঙ্গে মাঠে পাব, তাঁদের সঙ্গে ক্রিকেট খেলব, এটা আমার কাছে স্বপ্নের মতো। দাদা আমার কাঁধে হাত রেখে ছবি তুলেছেন। এর থেকে জীবনের বড় পাওনা আর কী হতে পারে।’’ ভাল ফিল্ডিং করে সৌরভ-রণবীরের পিঠ-চাপড়ানিও পেয়েছে সোমা। তবে সোমার আসল লক্ষ্য, জাতীয় দলে জায়গা করে নেওয়া। সেই লক্ষ্যপূরণে ফি-হপ্তায় তিনদিন কলকাতায় ক্রিকেটের তালিম নিচ্ছে সে। বাবা ব্যবসায়ী সফিক শেখ বলেন, ‘‘ছোট থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ সোমার। ওর আশু লক্ষ্য অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলে সুযোগ পাওয়া।’’ মেয়েকে নিয়ে প্রত্যেক সপ্তাহে কলকাতায় ছোটেন মা সাহামিনা বেগম। তাঁর কথায়, ‘‘মেয়েটা খুবই কষ্ট করছে। আমাকেও সংসার ছেড়ে কলকাতায় পড়ে থাকতে হচ্ছে। কষ্ট সার্থক হবে যদি মেয়ে জাতীয় দলে সুযোগ পায়।”
আরও পড়ুন: বিজেপির এ-টিম কংগ্রেস, বি-টিম সিপিএম