প্রতিবেদন : পঞ্চায়েত নির্বাচনের আগে সাংসদ তহবিলের টাকায় রাজ্যের সমস্ত পঞ্চায়েত এলাকায় কমিউনিটি হল তৈরির কাজ শুরু করতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। জেলাগুলিতে এই হল তৈরির জন্য অগ্রাধিকারের ভিত্তিতে জমি তৈরি চিহ্নিত করতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সম্প্রতি জেলাশাসকদের নির্দেশ দেন।
আরও পড়ুন-৬ বিঘা জমির গাছ পোড়াল দুষ্কৃতীরা
প্রসঙ্গত, সংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকায় রাজ্যের ২২ জেলাতে ৬১২টি কমিউনিটি হল নির্মাণে সাংসদদের সুপারিশ সহ ১৯ কোটি ৫৭ লক্ষ টাকার তহবিল গঠন করা হয়েছে। ইতিমধ্যেই একাধিক জেলাকে এই টাকা দেওয়ার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। জেলাগুলিতে কমিউনিটি হল তৈরির জন্য সংসদদের সঙ্গে আলোচনার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হয়েছিল। সংসদদের প্রস্তাবমতোই এলাকা উন্নয়ন তহবিলের টাকায় এই হল নির্মাণ করা হবে। একমাত্র দার্জিলিঙের সাংসদ রাজ্য সরকারের এই প্রস্তাবকে মান্যতা দেননি। বাকি সব জেলাতেই শাসক ও বিরোধী সাংসদরা এই কর্মসূচিতে সম্মতি জানান। নবান্ন থেকে দ্রুত জেলাশাসকদের সংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকায় কমিউনিটি হলের জন্য জমি চিহ্নিতকরণের কাজ শেষ করে নির্মাণ শুরু করার নির্দেশ দিয়েছে।