রুশ সেনার আপত্তিকে ধর্তব্যের মধ্যে আনল না ভ্লাদিমির পুতিনের ভাড়াটে ওয়াগনার বাহিনী। সোমবার বিকেলের দিকে তারা ঢুকে পড়ল ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর বাখমুটে। এর ফলে ডনবাস অঞ্চলের এই গুরুত্বপূর্ণ শহরে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ডনবাস অঞ্চলের দখল নিতে জানুয়ারি থেকে রুশ সেনার পাশাপাশি পুতিনের ভাড়াটে বাহিনী ওয়াগনারও অংশ নিচ্ছে।
আরও পড়ুন-মাঝ আকাশে বিমানকর্মীর গলায় কোপ মারলেন যাত্রী
কিন্তু ওয়াগনারদের আচরণে রুশ বাহিনীর আধিকারিকরাও যথেষ্ট ক্ষুব্ধ। সূত্রের খবর, রুশ সেনার দফতরে ওয়াগনার বাহিনীর এক উচ্চপদস্থ আধিকারিকের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উল্লেখ্য, যুদ্ধের আগে বাখমুট ছিল একটি সাজানো গোছানো শহর। এখানে প্রায় ৭০ হাজার মানুষ বাস করত। কিন্তু চলতি যুদ্ধে এই শহরটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।