হাজতবাসে রেহাই

Must read

আপাতত জেলে যেতে হচ্ছে না ইমরান খানকে (Imran Khan)। তোষাখানা মামলায় গ্রেফতারি থেকে সাময়িক রেহাই পেলেন তিনি (Imran Khan)। ইসলামাবাদ হাইকোর্ট (Islamabad High Court) ১৩ মার্চ পর্যন্ত ইমরান খানের অ-জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানার উপরে স্থগিতাদেশ জারি করেছে। তোষাখানা মামলায় চারবার সেশন কোর্টে হাজিরা দিতে না পারায়, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তাঁকে গ্রেফতার করতে লাহোরের বাড়িতে পুলিশ হানা দিলেও, তাঁকে খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে ইমরানের আইনজীবী আদালতে হাজিরার জন্য চার সপ্তাহ সময় চান। কিন্তু প্রধান বিচারপতি আমির ফারুক সেই আর্জি খারিজ করে জানান, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান যেন আগামী ১৩ মার্চ জেলা ও সেশন কোর্টে হাজিরা দেন। ১৩ তারিখ অবধি তাঁকে গ্রেফতার করা যাবে না।

আরও পড়ুন: বাংলাদেশের বিস্ফোরণে অন্তর্ঘাতের সম্ভাবনা জোরালো

Latest article