প্রতিবেদন : আম আদমি পার্টির (AAP) নেতা মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন (MK Stalin)। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার গ্রেফতারির পর আপের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে কংগ্রেস। কিন্তু এই কঠিন সময়ে কেজরিওয়ালের পাশে দাঁড়ালেন কংগ্রেস ঘনিষ্ঠ বিজেপি বিরোধী দল ডিএমকে-র প্রধান এম কে স্ট্যালিন।
প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে স্ট্যালিন (MK Stalin) লিখেছেন, দিল্লির নির্বাচিত উপমুখ্যমন্ত্রী সিসোদিয়ার গ্রেফতারের ঘটনায় তিনি অত্যন্ত ব্যথিত। নিতান্তই ভুয়ো অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর সিসোদিয়ার উপর চলছে চরম মানসিক নির্যাতন। বিচার ব্যবস্থাকে কার্যত প্রহসনে পরিণত করা হয়েছে। কেন্দ্রের শাসক দলের সন্তুষ্টির জন্য নির্বিচারে আইনের অপব্যবহার চলছে। স্ট্যালিনের অভিযোগ, বিজেপির নয় বছরের শাসনে বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও অন্যান্য প্রশাসনিক দফতর এমনকী, রাজভবনের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। বহু বছর ধরে ভারতে বিভিন্ন রাজনৈতিক দল স্বাধীন ও নিরপেক্ষভাবে তাদের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে। এটাই ভারতীয় গণতন্ত্রের শক্তি। কিন্তু সেই শক্তির উপরেই এখন আঘাত হানা হচ্ছে।
আরও পড়ুন: কেসিআর কন্যাকে তলব ইডির