চিত্তরঞ্জন খাঁড়া: বৃহস্পতিবার হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে আইএসএল সেমিফাইনালের প্রথম লেগে খেলতে নামার আগে শেষ প্রস্তুতিটা কলকাতাতেই সেরে গেল মোহনবাগান (Hyderabad FC- Mohun Bagan)। যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে সতীর্থরা অনুশীলন সেরে উঠে যাওয়ার পরও শারীরিক কসরত চালিয়ে যাচ্ছিলেন অধিনায়ক প্রীতম কোটাল। অভিজ্ঞ বাঙালি ডিফেন্ডারের উপর বাড়তি দায়িত্ব থাকবে প্রতিপক্ষের ডেরায় গিয়ে সবুজ-মেরুন রক্ষণকে নেতৃত্ব দেওয়ার। শেষ দুই ম্যাচে কোনও গোল হজম না করে জিতেছে মোহনবাগান। বৃহস্পতিবার রাতে নিজামের শহরে আরও একটা ক্লিন-শিট রাখতে পারলে সেমিফাইনালের লড়াইয়ে এগিয়ে থেকে ঘরের মাঠে নামতে পারবে জুয়ান ফেরান্দোর দল। মোহনবাগান রক্ষণে বিকল্প বাড়ছে। অস্ট্রেলীয় সেন্টার ব্যাক ব্রেন্ডন হ্যামিল দেশ থেকে সরাসরি হায়দরাবাদ উড়ে এসেছেন। সার্বিয়ান ডিফেন্ডার স্লাভকো অথবা হ্যামিল থাকবেন প্রথম একাদশে।
তার উপর মোহনবাগানের (Hyderabad FC- Mohun Bagan) জন্য স্বস্তির খবর, প্রতিপক্ষের সেরা বিদেশি স্ট্রাইকার বার্থোলোমিউ ওগবেচের চোট। হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ম্যাচেই নাইজেরিয়ানের গোলে হেরে ফিরতে হয়েছে জুয়ানের দলকে। হায়দরাবাদ আগের ম্যাচে ওগবেচেকে খেলাতে পারেনি। মোহনবাগানের বিরুদ্ধেও তিনি অনিশ্চিত। তবে হাইভোল্টেজ ম্যাচের ২৪ ঘণ্টা আগে মোহনবাগান কোচ জুয়ান বললেন, ‘‘ওগবেচে খুব ভাল ফুটবলার। কিন্তু ও খেলবে কি খেলবে না, ওদের কে আছে বা কে নেই, সেটা ওরা ভাবুক। আমি চিন্তা করছি আমাদের দল, আমাদের খেলোয়াড়দের নিয়ে। ওগবেচে ছাড়াও হায়দরাবাদ যথেষ্ট শক্তিশালী।” ইএসএল ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন মোহনবাগান কোচ। জুয়ানের কথায়, ‘‘মুম্বই, বেঙ্গালুরু দু’টি দলই ভাল। বেঙ্গালুরু শেষ সাত-আটটা ম্যাচে দুর্দান্ত খেলেছে। আমি গোয়ায় ফাইনাল খেলার স্বপ্ন দেখছি।”
আরও পড়ুন:মহিলা সংরক্ষণ বিল পাশের দাবিতে সংসদে ফের সরব হবে তৃণমূল
গতবার আইএসএল সেমিফাইনালেই প্রথম লেগের ম্যাচে হায়দরাবাদে গিয়ে ১-৩ গোলে হারতে হয়েছিল মোহনবাগানকে। যুবভারতীতে ফিরতি পর্বের ম্যাচে ১-০ গোলে জিতেও গোলের গড়ে ছিটকে যেতে হয় জুয়ানের দলকে। স্বপ্নভঙ্গের স্মৃতি টাটকা হুগো বুমোসদের কাছে। হায়দরাবাদ রওনা হওয়ার আগে সাংবাদিক সম্মেলনে কোচের পাশে বসে বুমোস বললেন, ‘‘গতবারের ম্যাচটা আমরা ভুলিনি। সুযোগ কাজে লাগাতে পারিনি। এবার নতুন ম্যাচ, নতুন লড়াই। এবার আমাদের জিতেই ফিরতে হবে।”
জুয়ান অবশ্য নিজেকে সতর্কতার চাদরে মুড়ে রেখেও বলে দিলেন, ‘‘সেমিফাইনালের প্রথম লেগ ওদের মাঠে খেললেও আমাদের পরিকল্পনা একই থাকবে। অ্যাওয়ে ম্যাচ বলে শুধু ডিফেন্স করব না। বল নিজেদের দখলে রেখে জায়গা তৈরি করে আক্রমণাত্মক ফুটবলই খেলব। এটাই আমাদের অস্ত্র।” রেফারিং নিয়ে উদ্বেগ থাকলেও তা খোলসা করলেন না সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ। বললেন, ‘‘এই ম্যাচ যতটা বেশি শারীরিক, তার থেকেও বেশি মানসিক। আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে।”
মরশুমের শুরু থেকে চোট-আঘাত ভুগিয়ে চলেছে মোহনবাগানকে। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আশিক কুরুনিয়নের মতো উইঙ্গারকে পাবে না দল। তাঁকে বুধবার মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে পাঠানো হয়েছে সেখানকার চিকিৎসক, ফিজিওর পরামর্শ নেওয়ার জন্য। আশিকের না থাকার ধাক্কা মেনে নিয়েও জুয়ান জানিয়ে দিলেন, চোট-আঘাত খেলার অঙ্গ। হতাশ হলেও পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া উপায় নেই। তবে স্বস্তি ফিরেছে, বিশাল কাইথ সম্পূর্ণ সুস্থ হয়ে সেমিফাইনালের জন্য তৈরি হয়ে যাওয়ায়। গত দু’দিন চুটিয়ে অনুশীলন করে এদিন তিনি দলের সঙ্গে হায়দরাবাদ রওনা হন। আরও একটা ভাল খবর সবুজ-মেরুন শিবিরের জন্য, ১০টি ম্যাচে ক্লিন-শিট রেখে সেমিফাইনালের আগেই এবারের আইএসএলের গোল্ডেন গ্লাভস জিতে নিয়েছেন কাইথ।