প্রতিবেদন : উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা দেখার পারিশ্রমিক এবং পরিবহণ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। বুধবার এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংসদের সচিব তাপসকুমার মুখোপাধ্যায় (Tapas Kumar Mukherjee)। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষক, প্রধান পরীক্ষক, স্ক্রুটিনিয়ার বা নম্বর পরীক্ষক এবং কোঅর্ডিনেটরদের বাড়তি পারিশ্রমিক ও পরিবহণ ভাতা দেওয়া হবে। আগে প্রতিটি খাতা দেখার জন্য পরীক্ষকদের এক টাকা করে দেওয়া হত। এখন পরীক্ষকরা পাবেন দেড় টাকা করে। স্ক্রুটিনির জন্য খাতা পিছু ৫ টাকার পরিবর্তে এখন ৬ টাকা করে দেওয়া হবে এবং রিভিউ বা স্ক্রুটিনির ক্ষেত্রেও পরীক্ষকরা একই পরিমাণ টাকা পাবেন।
এছাড়া টিএ হিসেবে প্রধান পরীক্ষকরা ২০০ টাকার জায়গায় ২৫০ টাকা করে পাবেন। পরীক্ষক এবং স্ক্রুটিনিয়ারদের দূরত্ব অনুযায়ী ৫০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত টিএ দেওয়া হবে। শিবির কো-অর্ডিনেটরদেরও বরাদ্দ ১৫০০ থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে। শিবির কো-অর্ডিনেটররা টিএ বিল হিসেবে এখন ৫০ টাকার জায়গায় ১০০ টাকা করে পাবেন। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) ওয়েবসাইটেও এই সংক্রান্ত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে সংসদ। এ বছরের উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে ১৪ মার্চ থেকে। চলবে ২৭ মার্চ পর্যন্ত।
আরও পড়ুন: বিশ্বমঞ্চে সেরার সেরা স্বীকৃতি হাতে বাংলা