নয়াদিল্লি : রাজ্যসভার (Rajya Sabha) চেয়ারম্যানের তাঁর দফতরের কর্মীদের সংসদীয় কমিটিতে নিয়োগের কোনও নজির নেই। অথচ নিজের দফতরের কর্মীদের রাজ্যসভার বিভিন্ন কমিটিতে নিয়োগ করে এবার সমালোচনার মুখে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Vice President Jagdeep Dhankhar)। জানা গিয়েছে, রাজ্যসভার মোট ৮ জন কর্মচারীকে মোট ২০টি কমিটিতে নিয়োগ করা হয়েছে। তাঁদের মধ্যে ৪ জন রাজ্যসভার চেয়ারম্যানের (Vice President Jagdeep Dhankhar) দফতর এবং চারজন উপরাষ্ট্রপতির সচিবলায়ে কর্মরত। মঙ্গলবার রাজ্যসভার তরফে বিষয়টি জানানো হয়েছে।
সংসদীয় রীতি অনুযায়ী, প্রতিটি কমিটিতে একজন করে যুগ্মসচিব, অতিরিক্ত সচিব পর্যায়ের আধিকারিক থাকেন। তিনি সংসদীয় কমিটির কাজে সহায়তা করেন এবং বৈঠকে উপস্থিত থাকেন। তবে বিষয়টি খুব গোপনীয়। তবে বিভিন্ন দিক ভেবেচিন্তেই এই পদক্ষেপ করা হয়েছে বলে দাবি চেয়ারম্যানের দফতরের। তাদের দাবি, চেয়ারম্যানের নির্দেশে গবেষণা, লাইব্রেরি, নথি এবং তথ্য বিভাগের কর্মীদের সংসদীয় কমিটিতে যুক্ত করা হয়েছে। যদিও সংসদীয় রীতি অনুযায়ী, সংসদীয় স্থায়ী কমিটিগুলিতে যুগ্মসচিব পর্যায়ের আধিকারিক থাকেন, তিনি প্রয়োজনে কোনও বিষয় মহাসচিবকে জানান এবং মহাসচিব বিষয়টি চেয়ারম্যানকে জানান। ফলে নতুন করে কেন আবার এই কর্মীদের নিয়োগ করা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সদস্য জয়রাম রমেশ বলেছেন, একটি সংসদীয় স্থায়ী কমিটির প্রধান হিসেবে এই নিয়োগের আমি কোনও যুক্তি খুঁজে পাচ্ছি না। মনে রাখতে হবে এগুলি সবই সংসদীয় স্থায়ী কমিটি, চেয়ারম্যানের কমিটি নয়।
আরও পড়ুন: সিসোদিয়ার নিঃশর্ত মুক্তি চাইলেন স্ট্যালিন