প্রতিবেদন : পূর্ব লাদাখে সীমান্ত সংলগ্ন এলাকায় চিন তার সেনার সংখ্যা অনেকটাই বাড়িয়েছে বলে স্বীকার করে নিলেন দেশের সেনাপ্রধান এম এম নারাভানে। শনিবার সেনাপ্রধান বলেন, পূর্ব লাদাখ জুড়েই লালফৌজের সংখ্যা অনেকটাই বেড়েছে। ভারতের ইস্টার্ন কমান্ড পর্যন্ত লালফৌজ মোতায়েন রয়েছে।
আরও পড়ুন-সুন্দর পোশাক, সুগন্ধী, লং বুট চলবে না, মহিলাদের জন্য আজব তালিবানি বিধি
চিন সেখানে নিজেদের সীমান্তের ভিতরে রীতিমতো পরিকাঠামো গড়ে তোলার কাজও করছে। সীমান্তে এভাবে সেনার সংখ্যা বৃদ্ধি চিন্তার বিষয়। তবে আমরাও বসে নেই। আমরা গোটা পরিস্থিতির উপর নজর রাখছি।
আরও পড়ুন-দেশের আমলা পুলিশকে তোপ দাগল সুপ্রিম কোর্ট
দেশবাসীকে আশ্বস্ত করে সেনাপ্রধান জানান, পরিস্থিতির নিরিখে আমরাও আমাদের সেনা পরিকাঠামোয় কিছুটা বদল করেছি। যে কোনও ধরনের আগ্রাসন রুখতে আমরা তৈরি আছি। আমাদের হাতেও রয়েছে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র। আমরা কাউকে ভয় পাই না। কেউ আঘাত করলে আমরা তার পাল্টা প্রত্যাঘাত করতে এতটুকু সময় নেব না। ২০২০-র জুনে লাদাখের গালওয়ান সীমান্তে লাল ফৌজের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষ ঘটে ছিল। তারপর থেকেই সম্পর্ক তলানিতে ঠেকেছে দু’দেশে। সীমান্তে আগ্রাসন অব্যাহত চিনের।