বর্ণালি মিশ্র
আমরা পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ ব্লকের নছিপুরে থাকি। বাবা রামপদ মিশ্রি চাষবাস করে আমার পড়াশোনা চালিয়ে সম্প্রতি নার্সিং কোর্সে ভর্তি করেছিলেন। ৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে জিএনএম নার্সিং কোর্সের প্রথম বছরের ফাইনাল পরীক্ষা। এদিকে কেলেঘাইয়ের বাঁধ ভাঙায় বাবা, মা ,ভাই ও ঠাকুরমাকে নিয়ে আমরা পিচ রাস্তায় ত্রিপলের ছাউনির নিচে আশ্রিত। ভেবেছিলাম পড়া বন্ধ হয়ে যাবে।
ভাই ও আমার একসঙ্গে পড়ার খরচ বাবার পক্ষে চালানো সম্ভব হচ্ছিল না। পুজোর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমার কাছে আশীর্বাদের মতো হাজির হল। জেলাশাসকের দফতর থেকে সাড়ে তিন লাখ টাকার চেক পেয়েছি। এবার নিশ্চিন্তে পড়াটা চালিয়ে যেতে পারব।