প্রতিবেদন : বিজেপি নেতারা অহরহ দুর্নীতি দূরীকরণের কথা বলেন। অথচ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে দুর্নীতির তদন্তে গিয়ে মার খেলেন এক আইএএস অফিসার। শুধু মারধর করাই নয়, ওই অফিসার ও তাঁর সঙ্গে থাকা লোকজনকে মেরে বাঁধের জলে ভাসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গুজরাতের সাবরকাণ্টা জেলার ধারোই বাঁধের কাছে একটি গ্রামে।
আরও পড়ুন-কোচবিহারকে সমৃদ্ধ শহর বানাতে একগুচ্ছ প্রকল্প
পুলিশ জানিয়েছে, সরকারি মৎস্য প্রকল্পে দুর্নীতির অভিযোগে তদন্ত করতে গিয়েছিলেন আইএএস অফিসার তথা মৎস্য দফতরের ডিরেক্টর নীতীন সাঙ্গোয়ান। গুজরাতে সবরমতী নদীর উপর তৈরি ধারেই বাঁধ সংলগ্ন এলাকায় রাজ্য সরকারের বেশ কয়েকটি মৎস্য প্রকল্প রয়েছে। ওই সমস্ত প্রকল্পে কেজ কালচার ফিশিংয়ের জন্য স্থানীয় মৎস্যজীবী ও ঠিকাদারদের ভরতুকি দেওয়া হয়। চলতি মাসের ৬ তারিখে আইএএস অফিসার নীতীন ও মৎস্য দফতরের আরও কয়েকজন শীর্ষ আধিকারিক ওই এলাকা পরিদর্শনে যান। সেখানেই বাবু পারমার নামে এক স্থানীয় ঠিকাদারের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়।
আরও পড়ুন-হাসপাতাল থেকে সুস্থ সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন বিপন্মুক্ত মা, রাজ্যে প্রথম বিরল অস্ত্রোপচারে সাফল্য
ওই আধিকারিক আইনি ব্যবস্থা নিতে পারেন আশঙ্কা করে হঠাৎই বাবু নীতীনের পায়ে কামড়ে দেন। এরপর বাবুর লোকজন এসে নীতীন ও তাঁর সঙ্গে থাকা সরকারি কর্মীদের মারধর করে আটকে রাখেন। পুলিশের কাছে কোনও অভিযোগ করবেন না, এ ব্যাপারে লিখিত প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত তাদের আটকে রাখা হয়। বাবু হুমকি দেন, ওই প্রতিশ্রুতি দিয়ে কাগজে সই না করলে নীতীন ও তাঁর সঙ্গে থাকা লোকজনকে মেরে বাঁধের জলে ভাসিয়ে দেওয়া হবে। পুলিশ জানিয়েছে, তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত বাবু পলাতক। খোদ মোদির রাজ্যে যেভাবে একজন সরকারি আধিকারিককে মারধর ও প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে তা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।