প্রতিবেদন : নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের আদলতের ভর্ৎসনা সিবিআইকে। এর আগে এই মামলায় কলকাতা হাইকোর্টে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছিল সিবিআই। এবার নিম্ন আদালতেও প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় এজেন্সি। শুক্রবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক প্রশ্ন তোলেন, ঘুষ দিয়ে চাকরি পাওয়া একজনকে কীভাবে তাদের সাক্ষী করতে পারে সিবিআই? এ নিয়ে সিবিআইয়ের কাছ থেকে বিস্তারিত জবাব তলব করেছেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। আগামী ১৭ মার্চের মধ্যে তদন্তকারী অফিসারকে এর জবাব দিতে বলা হয়েছে।
আরও পড়ুন-নন্দীগ্রাম দিবসে গদ্দারের প্রবেশ নয়
নিয়োগ দুর্নীতির একটি মামলায় ঘুষ দিয়ে চাকরি পাওয়া ৪ জনকে সাক্ষী হিসাবে জবানবন্দি নিতে চেয়ে আদালতে আবেদন করে সিবিআই। আর সেই আবেদনের প্রেক্ষিতে বিচারক সিবিআইয়ের তদন্তকারী আধিকারিককে প্রশ্ন করেন, কীভাবে এই ধরনের ব্যক্তিদের সাক্ষী হিসাবে ব্যবহার করা যেতে পারে? নিয়োগ দুর্নীতির তদন্তে এর আগেও একাধিকবার কলকাতা হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে সিবিআইকে। কখনও তদন্তের গতি নিয়ে, আবার কখনওবা অন্য কিছু নিয়ে প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার নিম্ন আদালতেও প্রশ্নের মুখে পড়ল সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকের ভূমিকা। সবমিলিয়ে নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের ওপর চাপ যে ক্রমশ বাড়ছে তা পরিষ্কার।