প্রতিবেদন : লড়াইয়ের ময়দানে পাল্টা প্রত্যাঘাত ইউক্রেনের (Ukraine- Russia War)। সোমবার ইউক্রেনীয় সেনা জানিয়েছে, তাদের পাল্টা হামলায় রাশিয়ার ২০০-রও বেশি সেনার মৃত্যু হয়েছে। জখম হয়েছেন তিন শতাধিক সেনা।
গত কয়েকদিন ধরে ডনবাস এলাকার বাখমুটে রুশ সেনা আগ্রাসী হয়ে উঠেছে। রুশ সেনার আক্রমণে ইউক্রেনের (Ukraine- Russia War) বেশ কয়েকজন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। এদিন ইউক্রেনীয় সেনার মুখপাত্র সেরি চেরেভাটি জানিয়েছেন, শেষ ২৪ ঘণ্টায় রাশিয়া তাঁদের বিরুদ্ধে ১৬ বার হামলা চালিয়েছে। ২৩টি অঞ্চলে দুই দেশের সেনার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই যুদ্ধে তাঁদের আক্রমণে রাশিয়ার ২২১ জন সেনা প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন ৩১৫ জন। ইউক্রেনের এই দাবির বিষয়ে রাশিয়া কোনও প্রতিক্রিয়া জানায়নি। তারা পাল্টা দাবি করেছে, ডোনেৎস অঞ্চলে তাদের আক্রমণে ২১০ জন ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছে। এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বাখমুটে তাঁরা রাশিয়াকে এক ইঞ্চি জমিও ছাড়বেন না। এই মুহূর্তে বাখমুট এলাকায় রুশ সেনা যথেষ্টই চাপে আছে। তারা কার্যত পিছু হাঁটতে বাধ্য হয়েছে। ডনবাস এলাকায় রুশ সেনার পাশাপাশি মস্কোর মদতপুষ্ট বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠনও সক্রিয় হয়েছে। ইতিমধ্যে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ ভাগের অনেকটাই রাশিয়া নিজেদের দখলে এনেছে। তাই দেশ বাঁচাতে মরিয়া লড়াই করছে কিয়েভ।
আরও পড়ুন: আজ শুরু অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ