ভবানীপুরে আজ শেষ হাসি হাসবেন কে এই নিয়ে জল্পনা তুঙ্গে। বলা যায় গোটা দেশের নজর এই কেন্দ্রের উপনির্বাচনের ফলের দিকে আজ। ঘরে ঘরেই চোখ রয়েছে টেলিভিশনের পর্দায়। ভবানীপুরে একপ্রকার বিপুল ভোটে জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে জয়ী ঘোষণা করা হল।
অন্যদিকে মোট ভোটের ১৯ শতাংশ পেয়েছেন বিজেপি। এই উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিপুল জয়ে অভিনন্দন জানিয়ে টুইট করলেন রাজ্যের তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।
ফিরহাদ হাকিম টুইট করে লিখলেন ‘এই মুহূর্তটি #বাংলার প্রতিটি ব্যক্তির জন্য সবচেয়ে বিশেষ মুহূর্ত, যারা এই যাত্রায় দৃঢ় ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন, সময়ে সময়ে পাশে ছিলেন তাদের সকলকে অভিনন্দন।ভবানীপুরের জনগণ ২০২৪ এর এই জাতির নেতাকে বেছে নিয়েছে।’
This moment is the most special moment for each and every single person in #Bengal who firmly stood beside #MamataBanerjee in her journey, through thick and thin!
People of Bhabanipur have chosen the leader of this nation, come 2024!#MamataBanerjeeForBhabanipur
— FIRHAD HAKIM (@FirhadHakim) October 3, 2021
এদিন সুজিত বসু টুইট করে বার্তা দেন
‘বি দিয়ে হয় #ভবানীপুর
বি দিয়ে হয় #ভারত
এই অবিশ্বাস্য জয়ের জন্য #মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য অভিনন্দন! আপনার সামনের যাত্রায় আমরা আছি আপনার সাথে!’
B for #Bhabanipur
B for #BharatHuge congratulations to #MamataBanerjee for this incredible win! We are with you in your journey ahead!#MamataBanerjeeForBhabanipur
— Sujit Bose (@sujitboseaitc) October 3, 2021
এদিন চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে টুইট বার্তায় লিখেছেন ‘ #মমতা বন্দ্যোপাধ্যায় একটি রেকর্ড মার্জিনের সাথে নেতৃত্ব দিচ্ছেন! এটি #বাংলার শক্তি। বিভাজনকারী শক্তি এখানে কখনোই স্থান পাবে না।’
#MamataBanerjee leading with a RECORD MARGIN! This is the power of #Bengal. Divisive forces will never gain ground here.
Congratulations @MamataOfficial!#MamataBanerjeeForBhabanipur
— Chandrima Bhattacharya (@Chandrimaaitc) October 3, 2021