অন্যদিনের মতো কাজ সেরে রাতে ইটভাটার মধ্যেই ঘুমিয়ে পড়েছিলেন বেশ কয়েকজন শ্রমিক। বুধবার সকালে ওই শ্রমিকদের মধ্যে পাঁচজনের নিথর দেহ উদ্ধার হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) মহাসামুন্দ জেলায়। প্রাথমিক তদন্তের পর পুলিশের (Chhattisgarh- Police) অনুমান, ইটভাটার ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ওই ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইটভাটার এক শ্রমিক জানিয়েছেন, প্রতিদিনের মতো তাঁরা মঙ্গলবারও কাজ শেষ করে ঘুমোতে গিয়েছিলেন। রাতে ইট পোড়ানোর কাজ চলছিল। সে কারণেই হয়তো ধোঁয়া ছড়িয়েছে। তবে শ্রমিকদের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পুলিশ দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে। তদন্তে আরও জানা গিয়েছে, ওই ইটভাটাটি বেআইনিভাবে চলছিল। ইটভাটার মালিক পালিয়ে গিয়েছে। তার খোঁজ চলছে তল্লাশি।
আরও পড়ুন: বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলনেত্রীকে আক্রমণ কংগ্রেসের, আচরণ নিয়েই প্রশ্ন