‘ডিডিএলজে’ দেখেননি, এমন মানুষ কম। ছবিতে রাজ-সিমরন চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ-কাজল। দু’জনেই বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন ইউরোপ ট্যুরে। একদিকে ঝাঁ-চকচকে রাস্তা, আলো-ঝলমলে শহর, দোকান-বাজার, রেস্তোরাঁ, অন্যদিকে বরফের চাদরে মোড়া পাহাড়, নানারকম গাছপালা। দেখা যায় ঘটনার ঘনঘটা। একসময় দু’জনের মধ্যে জমে ওঠে গভীর প্রেম। সে ছিল এক স্বপ্নের সফর। পর্দায় ইউরোপ দেখে দুধের স্বাদ ঘোলে মিটেছিল অনেকের। এখন তো হাতের মুঠোয় পৃথিবী। ইউটিউব খুলুন। দেখুন। বেরিয়ে পড়ুন মানসভ্রমণে।
এটা ঠিক, ইউরোপ-ভ্রমণ প্রত্যেক মানুষেরই স্বপ্ন। কারও পূরণ হয়, কারও অধরা থেকে যায়। টাকাপয়সা জোগাড় করে কেউ কেউ ঘুরে আসেন একটি-দুটি দেশ, কোনও কোনও সৌভাগ্যবান ইউরোপের বড় অংশ ঘুরে দেখেন। তাঁরা নিয়ে থাকেন ‘সেনজেন ভিসা’র (Schengen Visa) সুবিধা।
’সেনজেন ভিসা’ (Schengen Visa) কী?
যাঁরা দেশ-বিদেশ ভ্রমণ করেন, তাঁদের কাছে ‘সেনজেন’ শব্দটি পরিচিত। যাঁরা জানেন না, তাঁদের জন্য বলি, ‘সেনজেন ভিসা’ অন্য সব দেশের ভিসা থেকে সম্পূর্ণ আলাদা। ইউরোপের ২৭টি দেশ ভ্রমণের সুযোগ রয়েছে এই ভিসার মাধ্যমে। সেনজেনভুক্ত যে-কোনও একটি দেশের ভিসা যদি সংগ্রহ করা যায়, তাহলে হেসেখেলে ভ্রমণ করা যায় বাকি ২৬টি দেশ। এ-জন্য প্রয়োজন হয় না আলাদা ভিসার। প্রসঙ্গত, ১৯৮৫ সালে লুক্সেমবার্গের সেনজেন শহরে ইউরোপীয় দেশগুলো নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। দেশগুলোকে একসঙ্গে করে নানা উন্নয়নমূলক কাজ সম্পাদনের উদ্দেশ্যেই হয় এই চুক্তি। এই চুক্তির ধারাবাহিকতায় সৃষ্টি হয় ‘সেনজেন ভিসা’।
সেনজেনভুক্ত দেশ কোনগুলো?
সেনজেন অঞ্চল বা সেনজেন এলাকা ২৭টি ইউরোপীয় দেশ নিয়ে গঠিত একটি এলাকা। যেখানে পারস্পরিক সীমান্তে সবধরনের পাসপোর্ট এবং অন্যান্য সীমান্ত নিয়ন্ত্রণ-ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ প্রাপ্ত দেশগুলোর স্বাধীনতা, নিরাপত্তা এবং বিচার-নীতি বেশিরভাগ ক্ষেত্রে একই রকম। তাই আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে দেশগুলো একটি সাধারণ ভিসা নীতি মেনে চলে। দেশগুলো হল আইসল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ইতালি, এস্তোনিয়া, গ্রিস, চেক রিপাবলিক, জার্মানি, ডেনমার্ক, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, ফিনল্যান্ড, বেলজিয়াম, মাল্টা, লুক্সেমবার্গ, লাতভিয়া, লিথুয়ানিয়া, স্পেন, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, হাঙ্গেরি এবং ক্রোয়েশিয়া।
কতদিনের জন্য?
ইউরোপ তথা সেনজেন দেশগুলোতে পর্যটন কিংবা যে-কোনও কাজে প্রত্যেক ব্যক্তি সেনজেন ভিসা (Schengen Visa) নিয়ে সর্বোচ্চ ৯০ দিন থাকতে পারেন। এক ভিসাতেই যেহেতু ২৭টি দেশে বেড়ানো যায়, সেহেতু এই ভিসা ভ্রমণপ্রেমীদের কাছে আরাধ্য। ৯০ দিনের মধ্যে বেড়ানো বা ব্যবসা-সংক্রান্ত প্রয়োজনে ইউরোপ ঘুরে আসাই যায়।
সেনজেন ভিসা পাওয়ার উপায়
সেনজেন ভিসার জন্য অনলাইনে আবেদন করতে হয়। গুগলে ইংরেজিতে সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম লিখে সার্চ করলে এই ভিসার আবেদনের লিঙ্ক পাওয়া যায়। আবেদনপত্রটি সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। এই ফর্মে কোনও ঘর ফাঁকা রাখা অথবা তথ্যে ভুল থাকা যাবে না। অসতর্ক হলে ভিসার আবেদন বাতিল হয়ে যাবে।
কত খরচ?
সেনজেন ভিসা পাওয়ার স্ট্যান্ডার্ড ফি ৮০ ইউরো ডলার। এই ফি প্রাপ্তবয়স্কদের জন্য। ছয় থেকে ১২ বছর বয়সিদের জন্য ভিসা ফি ৪০ ইউরো। ছয় বছরের নিচের শিশুদের ভিসা ফি লাগে না। সেনজেন অঞ্চলের জনসংখ্যা প্রায় ৪২ কোটি। আয়তন ৪৩,১২,০৯৯ বর্গকিলোমিটার। জানা গেছে, প্রতি বছর সেনজেন এলাকায় মোট ১৩০ কোটি সীমান্ত পারাপার ঘটে থাকে। সড়কপথে ২ লক্ষ ৮০ হাজার কোটি ইউরো মূল্যের ৫.৭ কোটি আমদানি-রফতানি সংগঠিত হয়। প্রায় ১৭ লাখ মানুষ প্রতিদিন একটি অভ্যন্তরীণ ইউরোপীয় সীমান্ত পেরিয়ে কাজ করার জন্য অন্য দেশে যাতায়াত করেন।
আরও পড়ুন: নিজেকে প্রমাণ করতে শুভমন আর কী করবে, বললেন সৌরভ
বেশি সুবিধা দেয় কোন কোন দেশ?
লুক্সেমবার্গ : পরিসংখ্যান বলছে, ২০২১ সালে ২,৩৮৪টি আবেদনের মধ্যে মাত্র ২৯টি ভিসা বাতিল করা হয়েছে। এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য এককথায় অসাধারণ। গাড়ি চড়ে ঘুরতে পারেন। পাশাপাশি বিভিন্ন গ্রামে ঘোরা যায় পায়ে হেঁটে। আছে দুর্গ, লেক, চার্চ, নামীদামি রেস্তোরাঁ।
ফ্লাইটে আনুমানিক খরচ : দিল্লি থেকে : ৮৫,৫০০ টাকা, মুম্বই থেকে : ৫৩,১৫০ টাকা, কলকাতা থেকে : ৫৬,৫৭০ টাকা।
লিথুয়ানিয়া : লিথুয়ানিয়ায় আবেদন এসেছে ২৪,৭৬৪টি। ভিসা দেওয়া হয়েছে ২৩,৯৯৮ জনকে। মাত্র ৬৮৩টি ভিসা আটকে রাখা হয়েছে। দেশটাতে রয়েছে বন্যপ্রাণীতে ভরা অরণ্য জাতীয় উদ্যান, স্বাদ গ্রহণ করা যায় ইহুদি ইতিহাস ও সংস্কৃতির। আয়োজিত হয় দেখার মতো উৎসব।
ফ্লাইটে আনুমানিক খরচ : দিল্লি থেকে : ১,১৩,০৭০ টাকা, মুম্বই : ৯১,২২০ টাকা, কলকাতা : ৭২,৬৭০ টাকা।
স্লোভাকিয়া : ২০২১ সালে ৩,৮৮৬টি আবেদন পেয়েছিল। তার মধ্যে মাত্র ১০৭টি বাতিল করেছে। দেশটিতে আছে বেশকিছু দর্শনীয় স্থান। দানিউব নদীর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো। মন ছুঁয়ে যেতে পারে লোক ঐতিহ্য, হস্তশিল্প এবং ভিনটেজ স্থাপত্য।
ফ্লাইটে আনুমানিক খরচ : দিল্লি থেকে : ৬৪,৪০০ টাকা, মুম্বই থেকে : ৫৭,৪৫০ টাকা।
চেক প্রজাতন্ত্র : ২,০০,৪৫৬টি ভিসা অনুমোদন করেছে এবং মোট ২,০৭,৪৭০টি আবেদনের মধ্যে ৬,৯১৬টি বাতিল করেছে। দর্শনীয় স্থান গ্রীষ্মকালীন প্রাসাদ, প্রাচীন দুর্গ। প্রাগে কিছুদিন সময় কাটান, উপভোগ করতে পারবেন দেশের নগর ও সাংস্কৃতিক কেন্দ্র।
ফ্লাইটে আনুমানিক খরচ : দিল্লি থেকে: ৩৭,১২৫ টাকা, মুম্বই : ৬৩,১৮৫ টাকা, কলকাতা : ৫৪,৫৬০ টাকা।
লাটভিয়া : ২০২১ সালে ১৬,৭৬৪টি ভিসার মধ্যে ১৬,১৮২টি ভিসা দিয়েছে। দেখার মতো জায়গা গাউজা ন্যাশনাল পার্ক, দেখা যায় নানারকম পাখি।
ফ্লাইটে আনুমানিক খরচ : দিল্লি থেকে : ৬৮,৩৪০ টাকা, মুম্বই : ৬৩,৯০০ টাকা, কলকাতা : ৬৪,০৯০ টাকা।
ফিনল্যান্ড : ২,৭৪৫টি ভিসা বাতিল করেছে। আবেদন এসেছিল মোট ৬১,০১৮টি। দেশটিতে ছয় মাস সূর্য অস্ত যায় না। প্রাকৃতিক সৌন্দর্য অতি মনোরম।
ফ্লাইটে আনুমানিক খরচ : দিল্লি থেকে : ৪৭,৫৮০ টাকা, মুম্বই : ৫২,০৯০ টাকা, কলকাতা : ৬০,২০০ টাকা।
এস্তোনিয়া : মোট ৪০,৬৫৭টি ভিসার মধ্যে ২,২১০টি বাতিল করেছে। আছে ২০০টিরও বেশি দ্বীপ, বনাঞ্চল। ইউরোপের সেরা-সংরক্ষিত মধ্যযুগীয় শহরগুলির মধ্যে একটি রাজধানী শহর টালিন পরিদর্শন করতে পারেন।
ফ্লাইটে আনুমানিক খরচ : দিল্লি থেকে : ৯৫,২০০ টাকা, মুম্বই: ৯১,১৯০ টাকা, কলকাতা : ৮২,৬৬০ টাকা।
আইসল্যান্ড : ২০২১ সালে ২,৭৩৫টি ভিসার মধ্যে ২,৪১০টি অনুমোদন করেছে। মোট আবেদনের মাত্র ২৫৯টি বাতিল করেছে। দেখতে পাবেন হিমবাহ, লাভা ক্ষেত্র এবং জলপ্রপাতের অভূতপূর্ব সৌন্দর্য। ২০২২ সালের গ্লোবাল পিস ইনডেক্স অনুসারে আইসল্যান্ড বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ।
ফ্লাইটে আনুমানিক খরচ : দিল্লি থেকে ৬১,১৬০ টাকা, মুম্বই : ৫৮,৮৩০ টাকা, কলকাতা : ১,১২,১০০ টাকা।