সংবাদদাতা, বালুরঘাট : নিম্নমানের সামগ্রী দিয়ে ঠিকাদার সংস্থার রাতের অন্ধকারে রাস্তা ঢালাইয়ের চেষ্টা। সেই কাজ আটকাল গ্রামবাসীরা, অভিযোগের তীর বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। বুধবার রাত্রিতে এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ৪নং বিনশিরা গ্রাম পঞ্চায়েতের সাহাপুর এলাকার। জানা গেছে সাহাপুর এলাকার একটি ঢালাই রাস্তার কাজ চলছিল। গ্রামবাসীদের অভিযোগ বুধবার দুপুর থেকে রাস্তা নির্মাণের কাজ ঢিলেঢালাভাবে শুরু হলেও সন্ধ্যা নামবার পূর্বে রাস্তা ঢালাইয়ের কাজ অনেকটাই বাকি থেকে যায়।
আরও পড়ুন-লিভারপুলকে হারিয়ে শেষ আটে গেল রিয়াল
গ্রামবাসীদের অভিযোগ, এরপর রাত্রিবেলাতে নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাইয়ের কাজ চলছিল। এও অভিযোগ, ঢালাই রাস্তার উচ্চতার থেকে কম উচ্চতায় ঢালাই দিয়ে চলছিল রাস্তানির্মাণের কাজ। এই অভিযোগ তুলে গ্রামবাসীরা রাস্তানির্মাণের কাজ বন্ধ করে দেন। ঘটনায় বিজেপি পরিচালিত বিনশিরা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। ওই এলাকার বাসিন্দা তথা হিলি ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অরুণকুমার বর্মণ-এর অভিযোগ, শিডিউল মেনে রাস্তানির্মাণের কাজ হচ্ছিল না, যে কারণে গ্রামবাসীরা রাস্তানির্মাণের কাজে বাধা দেয়।