আজ ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ঝড়ে বিপর্যস্ত ট্রেন পরিষেবা

এই কাজের জন্য শিয়ালদহ নর্থ ডিভিশনে প্রচুর লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। অস্বাভাবিক দেরিতে চলছে এই শাখার প্রায় সমস্ত ট্রেন

Must read

প্রতিবেদন : সপ্তাহ ঘুরে গেলেও শিয়ালদহ মেন সেকশনের রেল যাত্রীদের যাত্রীদের যন্ত্রণা অব্যাহত। অব্যাহত ভবিষ্যতের উন্নত পরিষেবার দোহাই দিয়ে রেলের স্বেচ্ছাচারিতা। গত শুক্রবার থেকে নৈহাটি-কল্যাণী স্টেশনের মাঝে নন ইন্টারলকিং ও তৃতীয় লাইনের কাজ চলছে। এই কাজের জন্য শিয়ালদহ নর্থ ডিভিশনে প্রচুর লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। অস্বাভাবিক দেরিতে চলছে এই শাখার প্রায় সমস্ত ট্রেন। রেলের এই তুঘলকি কারবারে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী থেকে শুরু করে নিত্যযাত্রীরা সমস্যার মধ্যে পড়েছেন। ভোরের ট্রেন সূর্য মাথায় ওঠার পর স্টেশনে ঢুকছে।

আরও পড়ুন-দিনের কবিতা

আবার সকালের ট্রেন স্টেশনে ঢুকতে ঢুকতে দুপুর গড়িয়ে যাচ্ছে। এই কারণে চরম ভোগান্তির মধ্যে নিত্যযাত্রীরা। ট্রেনের সময়ে এই বদলের ফলে নৈহাটি, কাঁকিনাড়া ও শ্যামনগরের মতো স্টেশনগুলিতে ভিড় উপচে পড়ছে। ভোগান্তির শিকার অফিসযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। ট্রেন চলাচল ব্যাহত হওয়ার কারণে সবজি বিক্রেতা অফিস-যাত্রী এবং পরীক্ষার্থী সবারই নাজেহাল অবস্থা। এমনকী ট্রেনের মধ্যে রোগীকে শুয়ে থাকতেও দেখা গিয়েছে। বিকল্প ব্যবস্থা হিসেবে বাস সহ সড়ক পরিবহণ ব্যবস্থা জোরদার করেছে সরকার। তার ফলে খানিকটা রেহাই মিলেছে মানুষের।

Latest article