নয়াদিল্লি : এবারের সাধারণ বাজেটে সবদিক থেকেই বঞ্চিত বাংলার বিভিন্ন প্রকল্প। দীর্ঘদিন ধরে উপেক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এখনও কোনও অর্থ বরাদ্দ করা হয়নি। সংসদে সাফ জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। এমনকী টাকা দেওয়ার জন্য কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের আওতাধীন কোনও প্রকল্পেও যুক্ত করা হয়নি ঘাটাল মাস্টার প্ল্যানকে। অর্থাৎ এই প্রকল্পে কোনও টাকা দেয়নি কেন্দ্র। লিখিত প্রশ্নে তৃণমূল কংগ্রেসের ঘাটালের সাংসদ দীপক অধিকারী এই প্রকল্পে বরাদ্দের বিষয়ে জানতে চেয়েছিলেন।
আরও পড়ুন-ইউপিতে আলুর হিমঘর ভেঙে ১o শ্রমিকের মৃত্যু
প্রশ্নের জবাবে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী বিশ্বেশ্বর টুডু জানিয়েছেন, জলসম্পদ দফতরের সঙ্গে নদী উন্নয়ন এবং গঙ্গা সংস্কারের বিষয়ে শেষ আলোচনা হয় ২০১৮ সালের ৬ জুন। সেখানেই রাজ্যকে প্রযুক্তিগত এবং আর্থিকভাবে সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও কোনও টাকা না আসায় আসন্ন বর্ষার আগে অগাধ জলে দুই মেদিনীপুরের প্রায় দেড় কোটি বাসিন্দা। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মোদি সরকারের উপেক্ষা ও দায়সারা মনোভাবে সমস্যা বাড়ছে সাধারণ মানুষের।