হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধাজ্ঞাপন

হরিচাঁদ ঠাকুর (Harichand Thakur) মতুয়া (Matua) সম্প্রদায়ের প্রবর্তক ছিলেন।

Must read

হরিচাঁদ ঠাকুর (Harichand Thakur) মতুয়া (Matua) সম্প্রদায়ের প্রবর্তক ছিলেন। তিনি সমাজের পিছিয়ে পড়া নিম্নশ্রেণির অথবা, দলিত মানুষের উন্নয়নে কাজ করেছিলেন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ১৮১২ খ্রিষ্টাব্দের ১১ই মার্চ অবিভক্ত বাংলার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার অন্তর্গত ওড়াকাঁন্দির পার্শ্ববর্তী সাফলাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।

আরও পড়ুন-শিক্ষিকা তাড়াতে ষড়যন্ত্রের অভিযোগ

আজ তাঁর জন্ম জয়ন্তী উপলক্ষে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন। তিনি লেখেন, ‘আমি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে তাঁর জয়ন্তীর বিশেষ উপলক্ষ্যে শ্রদ্ধা জানাই। একজন সমাজ সংস্কারক হিসেবে, তিনি প্রান্তিক ও দরিদ্রদের শিক্ষিত ও ক্ষমতায়নের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর আদর্শ শুধু মতুয়া সম্প্রদায়কে নয়, আমাদের সকলকে অনুপ্রাণিত করে চলেছে।’

 

মধুকৃষ্ণা ত্রয়োদশীতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে শ্রদ্ধা জানিয়ে টুইট করেন মমতা-অভিষেক। সেখানে মমতা লেখেন,
“আজ, তাঁর জন্মবার্ষিকীতে, আমি মহান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা জানাই।
প্রান্তিকদের শিক্ষিত ও উন্নীত করার জন্য তাঁর জীবন উৎসর্গ করেন। আমাদের সবার জন্য তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আসুন আমরা একটি সমতাবাদী সমাজের জন্য কাজ করার অঙ্গীকার করি যা বিভাজনমূলক চিন্তাধারা মুক্ত।“

Latest article