প্রতিবেদন : হৃদরোগে আক্রান্ত হয়ে মাঝ আকাশে মৃত্যু হল এক যাত্রীর। ওই যাত্রী অসুস্থ বোধ করায় মায়ানমারের এক বিমানবন্দরে বিমান জরুরি অবতরণ করে বিমানটি। কিন্তু শেষ পর্যন্ত ওই যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি। ইন্ডিগো এয়ারলাইন্সের ওই বিমানটি রবিবার বিকেলে ব্যাংকক থেকে মুম্বই আসছিল।
আরও পড়ুন-দেউলিয়া হওয়ার পথে ক্রেডিট সুইস ব্যাঙ্ক তীব্র আতঙ্ক ইউরোপে
জানা গিয়েছে, ব্যাংকক থেকে বিমানটি বিকেল ৪টা নাগাদ মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয়। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই এক যাত্রী অসুস্থ বোধ করেন। বিমানের মধ্যেই তিনি জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে পাইলট মায়ানমার বিমানবন্দরের এটিসির সঙ্গে যোগাযোগ করেন। দ্রুত বিমানটি মায়ানমারে জরুরি অবতরণ করে। ওই যাত্রীকে নামিয়ে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চলতি মাসের ১৩ তারিখে ইন্ডিগোর একটি উড়ানে একই ঘটনা ঘটেছিল। ১৩ মার্চ দিল্লি থেকে দোহাগামী বিমানে আবদুল্লা নামে নাইজেরিয়ার এক নাগরিক অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই পাইলট করাচি বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চান। বিমানটি করাচিতে জরুরি অবতরণ করলেও ওই যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি।