প্রতিবেদন : কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসের (Byron biswas) গ্রেফতারির দাবি জানাল তৃণমূল কংগ্রেস। বুধবার সকালে দলের মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে এই দাবি তুলেছেন। তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জয় জৈনকে ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে বায়রনকে গ্রেফতারের দাবি জানান কুণাল। বায়রন ও সঞ্জয়ের সেই ফোনালাপ এরই মধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানেই শোনা গিয়েছে কী ধরনের কুৎসিত ও নোংরা ভাষায় তৃণমূল নেতাকে গালিগালাজ করেছেন বায়রন। শপথের আগেই তাঁকে গ্রেফতার করা হোক, দাবি তুলে এদিন সাংবাদিক বৈঠকে কুণাল বলেন, অবিলম্বে গ্রেফতার করতে হবে কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসকে (Byron biswas)। প্রয়োজনে শপথের জন্য বিধানসভা যাওয়ার পথে তাঁকে গ্রেফতার করা হোক। উনি একজন তৃণমূল নেতার মা ও বোন তুলে যে ভাবে অশ্লীল ভাষায় আক্রমণ করেছেন তারপর তিনি কিছুতেই মুক্তভাবে ঘুরে বেড়াতে পারেন না। এসব কোনও সভ্যসমাজে চলতে পারে না। এই দাবির পাশাপাশি কংগ্রেস নেতা অধীর চৌধুরির উদ্দেশ্যে কুণাল বলেন, রাজনীতিকে দিন দিন কোথায় নামাচ্ছে কংগ্রেস? আপনি কি বায়রন বিশ্বাসের ওই মন্তব্য সমর্থন করেন? যদি না করেন, তাহলে আপনাদের ক্ষমা চাওয়া উচিত। না হলে ধরে নিতে হবে আপনি ও আপনাদের দল ওঁর বক্তব্য সমর্থন করছেন। সঞ্জয় জৈনকে অশ্লীল ভাষায় আক্রমণ করা ছাড়াও তাঁকে যে ভাবে প্রাণনাশের হুমকি দেন বায়রন তার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: মনীষা মুখোপাধ্যায় কোথায় গেলেন? তদন্তের দাবি