ভবানীপুরে বিপুল সংখ্যক ভোট নিয়ে জয়লাভ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেকর্ড মার্জিন নিয়ে উপনির্বাচনে জয় পেয়েছেন তিনি। প্রথম রাউন্ড থেকেই এগিয়ে থাকলেও অবশেষে ভবানীপুরে ৫৮,৮৩৫ ভোটে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২০২১-এর বিধানসভা ভোটে ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের দ্বিগুণ ব্যবধানে তিনি জিতেছেন। তার এই জয়ের পর বিরোধী দলনেতারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। সেই মর্মেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সকলকেই তাদের বার্তা তুলে ধরে ধন্যবাদ জানিয়েছেন নিজের টুইটারে।
ডিএমকে সাংসদ কানিমোঝি নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন ‘উপনির্বাচনে তার ব্যাপক বিজয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার অভিনন্দন। তিনি শুধু মুখ্যমন্ত্রী হিসেবে তার অবস্থান ধরে রাখেননি বরং ধর্মনিরপেক্ষ শক্তির উপর আশাও রেখেছেন।’
Thank you @KanimozhiDMK for such a warm gesture.
Together, we will always strive to protect the values of our Constitution. https://t.co/pzR14ku7Db
— Mamata Banerjee (@MamataOfficial) October 4, 2021
অখিলেশ যাদব এদিন টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন এটি ‘মমতা দিদি জি’র জয়
র এটাই ‘সত্যমেব জয়তে’ রীতি।’
Thank you @yadavakhilesh ji for your kind words! https://t.co/CWrPXkXKdl
— Mamata Banerjee (@MamataOfficial) October 4, 2021
শরদ পাওয়ার এদিন তুই করেছেন ‘ভবানীপুর উপনির্বাচনে জয়লাভের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মিস মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক অভিনন্দন।’
Thank you @PawarSpeaks for your kind wishes!
I look forward to working together for the welfare of our people. https://t.co/aYt4eGTRoB
— Mamata Banerjee (@MamataOfficial) October 4, 2021
হেমন্ত সোরেন এদিন টুইট করেন ‘ ভবানীপুরের নির্বাচনে তার দুর্দান্ত নির্বাচনী জয়ের জন্য আন্তরিক অভিনন্দন। তার দুর্দান্ত বিজয় গণতান্ত্রিক স্বার্থ রক্ষার ইচ্ছা এবং সংকল্পের একটি বিবৃতি।’
Thank you @HemantSorenJMM ji.
Your kind words give me the energy to keep fighting to preserve the sanctity of this nation. https://t.co/6x5ebHghXu
— Mamata Banerjee (@MamataOfficial) October 4, 2021