নয়াদিল্লি : ২০১৯ সালে প্রধানমন্ত্রীকে রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে ‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের জেরে গুজরাতের আদালতে দোষী সাব্যস্ত হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বৃহস্পতিবার অপরাধমূলক মানহানি মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করে দু’বছরের কারাদণ্ড দেয় গুজরাতের সুরাতের জেলা আদালত। যদিও পরে তিনি জামিনের আবেদন করেন এবং তা মঞ্জুরও হয়। ফলে জেলে যাওয়ার হাত থেকে বেঁচে গেলেন কংগ্রেস সাংসদ।
আরও পড়ুন-আদানির গ্রেফতারি চেয়ে ময়দানে তৃণমূল, অর্থমন্ত্রক, সিবিআই, ইডি দফতরে চিঠি সাংসদদের
বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তায় আদালতে পৌঁছন রাহুল। আদালত তাঁকে দু’বছরের সাজা শোনায়। সাজা কমানোর আবেদন জানিয়েছিলেন রাহুল। তাঁর মন্তব্যে কারও কোনও ক্ষতি হয়নি বলে আদালতে দাবি করেন তিনি। আদালত এদিন রাহুলকে ৩০ দিনের জন্য জামিন মঞ্জুর করে। জেলা আদালতের রায়কে এর মধ্যে চ্যালেঞ্জ জানাতে পারবেন তিনি। বিচারে কোনও জনপ্রতিনিধির দু’বছর বা তার বেশি মেয়াদের কারাদণ্ড হলে সাংসদ বা বিধায়ক পদ খারিজ হয়। রাহুলের ক্ষেত্রে শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার।