প্রতিবেদন : রাজ্য সরকার এ-রাজ্যকে পরিবেশবান্ধব বাজি বা গ্রিন ক্র্যাকার (green crackers) উৎপাদনের হাব হিসাবে গড়ে তুলতে চায়। এ-ধরনের বাজির উৎপাদন বাড়ানোর প্রক্রিয়ায় গতি আনতে রাজ্যের পরিবেশ দফতর অগ্নি-নির্বাপণ দফতরের সঙ্গে বৈঠকে বসছে। পরিবেশবান্ধব বাজি উৎপাদকদের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া কীভাবে আরও মসৃণ করা যায় তা নিয়েই চলতি মাসের শেষে প্রস্তাবিত ওই বৈঠকে আলোচনা করা হবে বলে পরিবেশমন্ত্রী ডাঃ মানস ভুঁইয়া জানিয়েছেন। তিনি বলেন, যে-সমস্ত বাজি (green crackers) উৎপাদকরা নিরির কাছ থেকে ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়েছেন তাঁদের যাতে এক জানালা ব্যবস্থার মাধ্যমে দ্রুত কাজ শুরু করার ছাড়পত্র দেওয়া যায় তার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ-ব্যাপারে তিনি ইতিমধ্যেই একবার দমকলমন্ত্রী সুজিত বসুর সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, বাজি ব্যবসায়ীদের আর্থিক অবস্থা ও পরিকাঠামো ঘাটতি মোকাবিলায় ক্লাস্টার গঠনের ওপরে জোর দেওয়া হচ্ছে। এ-ছাড়াও বাজি ব্যবসায়ীদের আর কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সে-ব্যাপারে তাঁদের মতামত নিতে পরিবেশ দফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে বসে সেইসব সমস্যার সমাধানসূত্র খোঁজা হবে।
আরও পড়ুন: আলোচনা এড়িয়ে বাজেট পাশ কেন্দ্রের