একাধিক দুর্নীতিতে নাম উঠে আসছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। যা নিয়ে বরাবরই সরব শাসকদল তৃণমূল কংগ্রেস। নারদা-সরদার পর এবার নিয়োগ দুর্নীতি মামলায় নাম উঠেছে বিরোধী দলনেতার। যা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। এবার নতুন করে বিপাকে পড়লেন শুভেন্দু অধিকারী। গতকাল, বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “নারদা ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ আর নেই।” এবার তাঁর সেই বক্তব্যেকেই হাতিয়ার করল শাসক দল।
তৃণমূল কংগ্রেসের তরফে টুইট করে তুলোধনা করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নারদা কেলেঙ্কারিতে তাঁর জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করছে দল। কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? কবে তাঁকে গ্রেফতার করবে সিবিআই ও ইডি? নাকি বিজেপি তাঁকে রক্ষা করবে?
আরও পড়ুন: বাড়ছে বাজেট, বিদায় নিশ্চিত স্টিফেনের
এরপর রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) এদিন টুইট করে ফের খোঁচা দেন শুভেন্দুকে। টুইটে কুণাল লেখেন, “প্রমাণিত! নিজের মুখেই। তাহলে গ্রেফতার নয় কেন? CBI কী করছে? এটা নিরপেক্ষতা? আর সারদা? মালিকের কোর্টে লিখিত বয়ান। তদন্ত হচ্ছে না বলেই তো বড় বড় কথার সুযোগ। সেই ভয়েই তো দলবদলু হয়ে বিজেপিতে। CBI ধরবে না জেনেই এই মেকি বীরত্ব।”