সুমন তালুকদার, বারাসাত: ভবানীপুর উপনির্বাচনে জয়ের পরেই রবিবার বিকেলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে খড়দা উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছেন। যদিও তার আগে থেকেই নেত্রীর প্রতিশ্রুতি মতো শোভনদেব চট্টোপাধ্যায়ের হয়ে কাজ শুরু করে দিয়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীরা। ইতিমধ্যেই দেওয়াল-লিখন শুরু হয়ে গিয়েছে। প্রার্থী নিজেও তুলি হাতে দেওয়াল লিখছেন, এমনটিও দেখা গিয়েছে।
আরও পড়ুন : বিধায়কের দূরদৃষ্টি, চারিদিকে জল, তবু নির্বিঘ্নে প্রসব ৯ প্রসূতির
বিরোধী দলগুলি যেখানে তাদের প্রার্থিতালিকাই ঘোষণা করতে পারেনি, সেখানে সোমবার থেকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী কর্মিসভা শুরু করে দেন। এদিন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় দুটি কর্মিসভা করেন। রহড়া থানার গোলদারপাড়া এলাকায় একটি ভেঙেপড়া বাড়ি পরিদর্শন করেন। বিকেল চারটে নাগাদ প্রথম সভাটি করেন পাতুলিয়া ও বন্দিপুর পঞ্চায়েতের সপ্তগ্রাম সিনিয়র হাই মাদ্রাসায় এবং দ্বিতীয় সভাটি করেন নিউ ব্যারাকপুর থানার বিলকান্দার ময়ূরাক্ষী লজ বোর্ড ঘরে। বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় এদিন মূলত কর্মীদের মনোবল বাড়িয়ে একযোগে উপনির্বাচনে লড়ার আহ্বান জানান। এই লড়াই যে তৃণমূল কংগ্রেস হালকা ভাবে নিচ্ছে না, তা এদিন তাঁর বক্তব্যে পরিষ্কার হয়ে যায়। সবার একটাই লক্ষ্য, জয়ের ব্যবধান বাড়ানো।