রাজ্য সরকারের ‘চোখের আলো’ প্রকল্পের বিপুল সাফল্য, টুইট বার্তায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোখের চিকিৎসা এবং অন্ধত্ব দূরীকরণে ২০২১-এ ‘চোখের আলো’ প্রকল্প ('Chokher Alo' Project) চালু করে রাজ্য সরকার।

Must read

রাজ্য সরকারের ‘চোখের আলো’ (Chokher Alo) প্রকল্পের বিপুল সাফল্য। এই প্রকল্পে ব্যাপক সাড়া মিলেছে জানিয়ে শনিবার টুইট (Tweet) করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চালু হওয়ার ২ বছরের মধ্যেই ভাল সাড়া মিলেছে।

আরও পড়ুন-বিজেপি নেতা ধৃত

নিজের টুইটার (Twitter) হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘চোখের আলো’ ২০২১ সালে পশ্চিমবঙ্গের মানুষের দৃষ্টি প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে চালু করা হয়। এটা জানাতে পেরে আমি আনন্দিত যে, আমরা ১০ লক্ষ ছানি অস্ত্রোপচার করেছি এবং স্কুল পড়ুয়া ও প্রাপ্তবয়স্ক (৪৫+) মিলিয়ে ১৫ লক্ষ মানুষকে বিনামূল্যে চশমা প্রদান করেছি। অপূর্ব কৃতিত্ব!”

আরও পড়ুন-কথা রাখলেন অভিষেক, খুলে গেল দোমোহনী হাট

চোখের চিকিৎসা এবং অন্ধত্ব দূরীকরণে ২০২১-এ ‘চোখের আলো’ প্রকল্প (‘Chokher Alo’ Project) চালু করে রাজ্য সরকার। এই প্রকল্পে রাজ্যের সমস্ত মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসা করাতে পারেন। এই প্রকল্প চালুর সময় মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন, আগামী ৫ বছরে ২০ লক্ষ বয়স্ক মানুষের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। প্রয়োজনে বিনামূল্যে চশমাও দেওয়া হবে। ২০২৫-এর মধ্যে প্রত্যেকের চোখের সুস্থতাই রাজ্য সরকারের লক্ষ্য বলে জানান মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্য নিয়ে ‘চোখের আলো’ প্রকল্প এগিয়ে চলেছে তা এই সাফল্যের খতিয়ান থেকেই স্পষ্ট।

 

Latest article