দু’দিনের রাজ্য সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম তিনি রাজ্যে এলেন। সোমবার, বিকেলে নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Drupadi Murmu) নাগরিক সংবর্ধনা দেওয়ার পরে বিশেষ আবেদন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঞ্চে তখন উপস্থিত রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়-সহ বিশিষ্টরা। আজ প্রথম থেকেই অন্য মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
আরও পড়ুন-জাতীয় শিক্ষানীতির প্রয়োগ সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞদের কমিটি গঠন করল রাজ্যের শিক্ষা দফতর
ইন্দ্রনীল সেন থেকে শুরু করে রূপঙ্কর, লোপামুদ্রা মিত্ররা আনন্দলোকে–মঙ্গলালোকে গাইলেন, ধামসা বাজাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসী নৃত্যে পা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপ্লুত স্বয়ং রাষ্ট্রপতি। এদিন মমতা বলেন, “আপনি দেশের প্রথম নাগরিক। আপনার কাছে আমার আর্জি দরিদ্র মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা করুন। অনুগ্রহ করে সকলের অধিকার সুনিশ্চিত করুন এবং আমাদের বিপর্যয় থেকে রক্ষা করুন।“
আরও পড়ুন-এবার বিলকিসের ধর্ষক বিজেপি নেতাদের সঙ্গে একই মঞ্চে! শাস্তির দাবি তৃণমূল সাংসদের
এদিকে মুখ্যমন্ত্রীকে নাচতে দেখে রাজ্যপাল এবং রাষ্ট্রপতি একসঙ্গে হাততালি দিয়ে উঠলেন। তারপরে করমর্দন করে নিজেদের আসনে বসলেন মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি এবং রাজ্যপাল। অনুষ্ঠান বয়কট করে ধরাছোঁয়ার বাইরে চলে গেল বিজেপি। আদিবাসী অঞ্চল থেকে উঠে আসা রাষ্ট্রপতির সামনে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য, পরম্পরাকে উপস্থাপন করলেন মুখ্যমন্ত্রী। দ্রৌপদী মুর্মুর হাতে দুর্গামূর্তি তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-নেতাজি ভবন ঘুরে জোড়াসাঁকোয় রাষ্ট্রপতি, সঙ্গে রয়েছেন রাজ্যপাল-মন্ত্রীরা
অল্প ভাষায় রাজ্যের উন্নয়নমূলক কাজের খতিয়ান দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করেন কন্যাশ্রী থেকে দুর্গাপুজোর ইউনেস্কোর পুরস্কারের কথা। সেনাবাহিনী থেকে শুরু করে রাজ্য পুলিশ- সবার প্রশংসা করেন মমতা।
বক্তব্যে কোনও রাজনৈতিক মন্তব্য ছিল না মমতার। কিন্তু একেবারে শেষে দেশের রাষ্ট্রপতির কাছে দেশের গরিব মানুষের সংবিধানিক অধিকার রক্ষা সুনিশ্চিত করার আর্জি জানান মুখ্যমন্ত্রী। আবেদন জনান দেশেকে বিপরয্য় থেকে বাঁচানোর। মমতর কথায়, “আপনি দেশের প্রথম নাগরিক। আপনার কাছে আমার আর্জি দরিদ্র মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা করুন। অনুগ্রহ করে সকলের অধিকার সুনিশ্চিত করুন এবং আমাদের বিপর্যয় থেকে রক্ষা করুন।“
আরও পড়ুন-প্রয়াত প্রাক্তন সাংসদ ও কিংবদন্তি মালায়ালাম অভিনেতা ইনোসেন্ট
একদিক থেকে এই আবেদন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের। কারণ, মোদি সরকার দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত আনতে। গরিব মানুষের সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে। কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ রাজ্যের শাসকদল তৃণমূল (TMC) তথা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে রাষ্ট্রপতির কাছে সাংবিধানিক রক্ষার দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সব মহল।