সংবাদদাতা, শিলিগুড়ি : কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সংসদের বিরুদ্ধে এবার বঞ্চনার আওয়াজ উঠল উত্তরের পার্বত্য এলাকা থেকে। পাহাড়ের সাধারণ মানুষের সাথে বঞ্চনা করছে বিজেপি সাংসদ রাজু বিস্তা। অচ্ছে দিনের নামে ভোট নিয়ে বিশ্বাসঘাকতা করছে সাংসদ।
সোমবার কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সাংসদ রাজু বিস্তের বিরুদ্ধে সরব হয়ে মিরিকে সাংবাদিক সম্মেলন করেন হিল তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান এল বি রাই। উপস্থিত ছিলেন হিল তৃণমূল নেতা মিলন দুপকা ও এন বি খাওয়াস।
আরও পড়ুন-রাষ্ট্রপতির রবিপ্রণাম নেতাজিকে শ্রদ্ধা
এদিন এল বি রাই বলেন, পাহাড়ের মানুষকে আচ্ছে দিনের টোপ দিয়ে ভোট নিয়ে এখন বঞ্চিত করছে বিজেপি। পাহাড়ের মানুষ ১০০ দিনের কাজ করে জীবন ধারণ করত। সেই কাজ রাজু বিস্তা বন্ধ করে দিয়েছে। তার কথাতেই কেন্দ্রীয় সরকার ১০০ দিনের টাকা দিচ্ছে না। এমনকী কেন্দ্রীয় সরকার পাহাড়ের বিভিন্ন জনজাতিগুলিকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছিল। কিন্তু সেটাও তারা দেয়নি। এই বিষয়ে রাজু বিস্তা কোনও উদ্যোগ নেয়নি। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার মানুষ। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছেন চা-শ্রমিকেরা। পাহাড় থেকে সমতলে কেন্দ্রের কোনও উন্নয়নের ছাপই নেই। পাহাড়ের যতটুকু উন্নয়ন করার মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তাই বিজেপির মিথ্যে প্রতিশ্রুতি এখন সাধারণ মানুষ ধরে ফেলেছেন এই কারণেই ধীরে ধীরে বাংলা থেকে নিজেদের অস্তিত্ব হারাচ্ছে বিজেপি।