ইম্ফল, ২৭ মার্চ : মঙ্গলবার ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের শেষ ম্যাচে ভারতের সামনে কিরঘিজস্তান (India vs kyrgyzstan)। ভারত যেখানে প্রথম ম্যাচে মায়ানমারকে ১-০ গোলে হারিয়েছে। সেখানে কিরঘিজস্তান ১-১ ড্র করেছে মায়ানমারের সঙ্গে। তাই এই ম্যাচটা ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে ভারত। যদিও সোমবার সাংবাদিক সম্মেলনে এসে ইগর স্টিমাচ সাফ জানালেন, তাঁরা জেতার জন্যই মাঠে নামবেন।
সুনীল ছেত্রীদের কোচের বক্তব্য, ‘‘ড্র নিয়ে ভাবছি না। আমার ফুটবলাররা মাঠে নেমে জেতার জন্য অলআউট ঝাঁপাবে। কোনও সন্দেহ নেই এই ম্যাচটা প্রথম ম্যাচের (India vs kyrgyzstan) থেকেও বেশি কঠিন। আমরাও স্টেডিয়াম ভর্তি দর্শকদের সমর্থন পাব।’’ স্টিমাচ আরও বলেন, ‘‘তবে কালকের ম্যাচটা সম্পূর্ণ আলাদা। কারণ চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিরঘিজস্তানের সামনে জেতা ছাড়া অন্য কোনও পথ খোলা নেই। তাই হাড্ডাহাড্ডি লড়াই হবে।’’
এদিকে, প্রথম ম্যাচে প্রচুর সুযোগ নষ্ট করেছিলেন সুনীল। মায়ানমার ম্যাচের পর স্টিমাচ আক্ষেপ করে বলেছিলেন, ‘‘সুনীল একাই হ্যাটট্রিক করতে পারত।’’ সেই হতাশা মঙ্গলবার গোল করে ভুলতে চান সুনীল। জাতীয় দলের জার্সিতে নেই নেই করে ৮৪ গোল করে ফেলেছেন। সুনীলের দাবি, তাঁর গোল খিদে এতটুকুও কমেনি।
সুনীল বলছেন, ‘‘আমার গোলের খিদে আগের মতোই তীব্র। কালকের ম্যাচেও গোল করতে চাই। অফসাইড বা পেনাল্টি ম্যাচের অঙ্গ। তাই এসব নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমার লক্ষ্য গোল করে দলকে জেতানো।’’ তবে লড়াইটা যে কঠিন, সেটা মেনে নিচ্ছেন সুনীল। তিনি বলছেন, ‘‘কিরঘিজস্তান কঠিন প্রতিপক্ষ। শারীরিকভাবে দারুণ শক্তিশালী। দারুণ গতিময় ফুটবল খেলে। মায়ানমার ম্যাচের রেজাল্ট দেখে ওদের বিচার করলে সেটা মূর্খামি হবে।’’ সুনীল আরও বলেন, ‘‘কিরঘিজস্তানের শেষ ১০টি ম্যাচের ভিডিও দেখে বুঝেছি, দলটা কতটা শক্তিশালী। ওদের বিরুদ্ধে এর আগে যে ক’টা ম্যাচ খেলেছি, সবেতেই কঠিন লড়াই হয়েছে।’’