নয়াদিল্লি : উমেশ পালকে অপহরণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্যাংস্টার তথা রাজনীতিবিদ আতিক আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড দিল উত্তরপ্রদেশের প্রয়াগরাজ আদালত। আতিকের পাশাপাশি এই মামলায় তার দুই শাগরেদকেও একই সাজা দেওয়া হয়েছে। ২০০৫ সালে খুন হয়েছিলেন বহুজন সমাজ পার্টির বিধায়ক রাজু পাল। সেই খুনের ঘটনার অন্যতম সাক্ষী ছিলেন উমেশ। ২০০৬ সালে নিখোঁজ হয়ে যান তিনি। অভিযোগ ওঠে, তাঁকে অপহরণ করেছে আতিক। পরে নিজের বাড়ির সামনে খুন হন উমেশ।
আরও পড়ুন-সরকারি বাংলো ছেড়ে দেব, নোটিশের জবাব রাহুলের
এই খুনের অন্যতম অভিযুক্ত আরবাজ এবং ওসমানকে আগেই এনকাউন্টারে মেরেছে উত্তরপ্রদেশ পুলিশ। জেলে থাকার কারণে কোনওরকমে প্রাণে বেঁচে যায় আতিক। মঙ্গলবার প্রয়াগরাজ আদালত আতিক এবং তার দুই সহযোগী দিনেশ পাসি ও হানিফকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। তাদের এক লাখ টাকা জরিমানার নির্দেশও দিয়েছে আদালত। গ্যাংস্টার আতিক আহমেদের বিরুদ্ধে ১০০টি ফৌজদারি মামলা চলছে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায়।