প্রতিবেদন : আজ বুধবার থেকে আবারও রাজপথে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে টানা ৪৮ ঘণ্টার ধরনায় বসছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী। একইসঙ্গে শহিদ মিনারে হবে মেগা ছাত্র-যুব সমাবেশ, যেখানে মূল বক্তা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই রাজ্য রাজনীতি তো বটেই, গোটা দেশের রাজনৈতিক কুশীলবদের চোখ থাকবে তৃণমূল কংগ্রেসের এই জোড়া কর্মসূচিতে।
আরও পড়ুন-রুশ হামলার ছবি আঁকায় আটক নাবালিকা
শহিদ মিনারে ছাত্র-যুব সমাবেশ বন্ধ করার জন্য কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলেও কয়েকটি শর্ত মেনে এই সভার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেদিকে খেয়াল রেখেই সভার প্রস্তুতি করা হচ্ছে। মঙ্গলবার বিকেলে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন ছাত্র-যুব নেতৃত্ব। ছিলেন সায়নী ঘোষ, তৃণাঙ্কুর ভট্টাচার্য, সার্থক বন্দ্যোপাধ্যায়, শান্তি কুণ্ডুরা। কেন্দ্রের বঞ্চনা ও প্রতিহিংসার রাজনীতি নিয়ে দীর্ঘদিন ধরেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বকেয়া নিয়ে একাধিকবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে-সরাসরি দেখা করেও লাভ হয়নি। ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা-সহ একাধিক প্রকল্পের টাকা পাওনা রয়েছে। বারবার বলেও কাজ না হওয়ায় এবার তাই আন্দোলনের জন্য রাজপথকেই বেছে নিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-ঘুষকাণ্ডে এবার গ্রেফতার কর্নাটকের বিজেপি বিধায়ক
আজ থেকে ৪৮ ঘণ্টার ধরনায় বসছেন তিনি। একই সময়ে গোটা বাংলা জুড়ে ধরনায় বসবেন তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা-কর্মীরা। ওই সময়েই দিল্লিতে আম্বেদকরের মূর্তির নিচে ধরনায় বসবেন তৃণমূল সাংসদরা। ফলে দিল্লি থেকে কলকাতা সরগরম থাকবে তৃণমূল কংগ্রেসের মেগা কর্মসূচিতে।
আরও পড়ুন-পাভার্ডের গোলে তিন পয়েন্ট এমবাপেদের
আজই ময়দানের আর এক প্রান্তে শহিদ মিনার মাঠে ছাত্র-যুবদের বিশাল সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেন তার জন্য উন্মুখ সকলে। এই সমাবেশ থেকে বিজেপি সরকারের ‘এজেন্সি রাজনীতি’র বিরুদ্ধে সরব হবেন তিনি। দীর্ঘদিন বাদে কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র-যুব সমাবেশে বক্তব্য রাখবেন। ফলে গোটা রাজ্য জুড়েই ছাত্র-যুবদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। আজ গোটা ময়দান ছেয়ে থাকবে জোড়া ফুলের পতাকায়।