প্রতিবেদন : রাজের বিরোধী দলনেতা প্রচার পাওয়ার জন্য বিভিন্ন বিষয়ে চটজলদি প্রতিক্রিয়া দিয়ে থাকেন, যার বেশিরভাগই অসত্য এবং অতিরঞ্জিত। এবার শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যাপক ও অধ্যক্ষের নাম সুপারিশ করা নিয়েও অসত্য কথা বলে বাজার গরম করছেন। রাজ্যে বিশ্ববিদ্যালয়গুলো স্বশাসিত প্রতিষ্ঠান। রাজ্য সরকার তার পরিচালন ব্যবস্থায় কখনওই হস্তক্ষেপ করে না, যেমনটা করে থাকে কেন্দ্রের বিজেপি সরকার। বিরোধী দলনেতার এই মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu- Suvendu Adhikari)। ব্রাত্য বলেছেন, স্বশাসিত প্রতিষ্ঠানের এক নিরীহ বিজ্ঞাপন নিয়ে বিরোধী দলনেতা (Bratya Basu- Suvendu Adhikari) চটজলদি প্রতিক্রিয়া জানাতে গিয়ে কিছু বিকৃত তথ্য পরিবেশন করেছেন। ২০১১ সাল থেকেই কলেজ সার্ভিস কমিশন বিভিন্ন সরকার পোষিত কলেজে ৭৫৪৬ জন সহকারী অধ্যাপক এবং ৩২৭ জন অধ্যক্ষের নাম সুপারিশ করেছে। সেই প্রেক্ষিতেই এবছর আরও ১৬২৫ জনের নাম সুপারিশ করা হয়েছে। এর মধ্যে বেআইনি কিছুই নেই। এটা যে কারও বোঝা উচিত, আমরা কেন্দ্র সরকারের মতো বিশ্ববিদ্যালয়ের স্বশাসনে হস্তক্ষেপ করি না। তাই বিরোধী দলনেতার এই মন্তব্য সর্বৈব মিথ্যা।