কেন্দ্রের মোদি সরকারের আর্থিক বঞ্চনা এবং গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগে রেড রোডে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দুপুয় ১২টায় রেড রোডে ধর্নায় বসেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। দ্বিতীয় দিনে ধর্না মঞ্চে রয়েছেন, মন্ত্রী শশী পাঁজা, মন্ত্রী ফিরহাদ হাকিম, বীরবাহা হাঁসদা, সাংসদ দোলা সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, বাবুল সুপ্রিয়, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার, জয়প্রকাশ মজুমদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, মনোজ তিওয়ারি, সায়নী ঘোষ, তৃনাঙ্কুর ভট্টাচার্য সহ প্রমুখ নেতা-মন্ত্রীরা।
আরও পড়ুন- কেন্দ্রের বিরুদ্ধে ওষুধ কেলেঙ্কারির অভিযোগ
ধর্না মঞ্চে এসে তৃণমূল সুপ্রিমোকে (Mamata Banerjee) গিটার বাজিয়ে গান শোনাচ্ছেন ছাত্র-যুবরা। গলা মিলিয়েছেন খোদ মুখ্যমন্ত্রীও। বুধবার বেলা ১২টা থেকে শুরু হয় এই ধর্না। বৃহস্পতিবার বিকেল ৬টা পর্যন্ত চলবে ধর্না। গতকাল আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে ধর্না মঞ্চে ওঠেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বিজেপিকে আক্রমণ শানান তিনি।