আজ, শুক্রবার উদ্বোধন হল নবনির্মিত আমতলা বাস টার্মিনাসের (Amtala Bus Terminus)। পরিবহণ দফতর ও বিষ্ণুপুরের বিধায়কের প্রচেষ্টায় এই বাস টার্মিনাসের পরিষেবা আজ থেকে শুরু হল। এতে আপ্লুত ডায়মন্ড হারবারের সংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
আরও পড়ুন: রামনবমীতে অশান্তির জন্য দায়ী বিজেপি, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
অভিষেক জানিয়েছেন, “এই শুভ উদ্বোধনের সাক্ষী থাকতে পেরে আমি আনন্দিত। ৮ কোটি অর্থব্যয়ে এই উন্নতমানের বাস টার্মিনাসের নবনির্মাণ করা হয়েছে। সাধারণ মানুষের হিতার্থে যাবতীয় সুব্যবস্থা রয়েছে এই বাস টার্মিনাসে (Amtala Bus Terminus)। নিঃসংকোচে বলা যায়, আমতলা থেকে কলকাতার যাত্রাপথ সুগম করতে এই বাস টার্মিনাসের গুরুত্ব অপরিসীম। সাংসদ হিসেবে আমরা সবসময় মা-মাটি-মানুষের স্বার্থে সর্বদা কাজ করে এসেছি এবং আগামীদিনেও সেইভাবেই কাজ করতে উৎসর্গীকৃত।”