প্রতিবেদন: রাজভবনের পৃথক মনিটরিং সেল খোলা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। দলের প্রশ্ন, হাওড়া-কাণ্ড নিয়ে রাজভবনে এভাবে পৃথক মনিটরিং সেল খোলা যায় কি? এই সেল নিয়েই এখন শুরু হয়েছে বিতর্ক।
আরও পড়ুন-রাজ্যে তিন জেলায় তৈরি হবে হেলিপোর্ট
হাওড়ার অশান্তি নিয়ে রাজবভনের বিবৃতির পরই তৃণমূল কংগ্রেস মুখপাত্র প্রশ্ন তোলেন, রাজভবনে কি আলাদা করে এভাবে বিশেষ মনিটরিং সেল খোলা যায়? বিবৃতি দেখে মনে হচ্ছে তিনি নিজে আলাদা করে সবকিছু মনিটর করছেন। কিন্তু এটা কি তিনি করতে পারেন? আইনশৃঙ্খলা যেখানে পুরোটাই রাজ্যের এক্তিয়ারভুক্ত বিষয়। তা নিয়ে রাজভবন কী করে মনিটরিং সেল খুলতে পারে? মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। তা রাজ্যপালকে জানিয়েছেন। রাজ্য সরকারের তরফে স্বরাষ্ট্রসচিব গোটা ঘটনা জানিয়েছেন রাজ্যপালকে।