প্রতিবেদন : প্রমোদতরীতে মাদক সেবনকাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর গোটা দেশের নজর এখন মুম্বইয়ের দিকে। আদালতের নির্দেশে ৭ অক্টোবর পর্যন্ত নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর হেফাজতে রয়েছেন আরিয়ান ও তার বন্ধুরা। এরই মধ্যে আরিয়ানকে জেরা করে শ্রেয়স নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে এনসিবি। এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে বলেছেন, ডার্ক ওয়েবের সঙ্গে যুক্ত সকলেরই নামধাম, পরিচয় সবই গোপন থাকে। এই চক্রের মধ্য দিয়ে মাদক কেনার ক্ষেত্রে ব্যবহার করা হয় না নগদ টাকা। মাদক কেনা হয় বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে।
আরও পড়ুন : পদার্থবিদ্যায় এবার নোবেল পেলেন তিন দেশের তিন বিজ্ঞানী
আরিয়ানদের ক্ষেত্রেও ওই ডার্ক ওয়েবের মাধ্যমে মাদক কেনা হয়েছিল। তদন্তকারীদের নজরদারি ফাঁকি দিতে এখন ডার্ক ওয়েবের মাধ্যমে মাদকের কেনাবেচাই বেশি হচ্ছে। ডার্ক ওয়েবের মাধ্যমে বিদেশ থেকে সরাসরি মাদক আনাচ্ছে কলেজ পড়ুয়া ও তরুণ-তরুণীরা। ওয়াংখেড়ে আরও বলেছেন, তাঁরা মনে করছেন মাদক কেনাবেচার কোনও চক্রের সঙ্গে আরিয়ান ও তাঁর বন্ধুরা সরাসরি যোগাযোগ করেননি। বরং ডার্ক ওয়েবের মাধ্যমে তাঁরা মাদকের বরাত দিয়েছিলেন।