‘শিক্ষিত’ প্রধানমন্ত্রী হলে কি নোট বাতিল হত?

Must read

প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  (PM Narendra Modi)শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য ফাঁস করা যাবে না। শুক্রবার এমনটাই জানিয়েছে গুজরাত হাইকোর্ট। হাইকোর্টের সেই নির্দেশ নিয়েই ফের বিতর্ক উসকে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (CM Arvind Kejriwal)। শনিবার আপ (AAP) প্রধান বলেন, আদলতের এই রায়ে গোটা দেশ হতবাক। এ কেমন কথা যে, প্রধানমন্ত্রীর ডিগ্রির প্রমাণ পাওয়া যাবে না। আইনের চোখে তো সকলেই সমান। কারও শিক্ষিত বা অশিক্ষিত হওয়াটা অপরাধ নয়। এদিন সরাসরি না বললেও কৌশলে ফের প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন কেজরি (CM Arvind Kejriwal)। তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি শিক্ষিত না হন, তাহলে দেশের বড় ক্ষতি হয়ে যেতে পারে৷ অফিসাররা এসে তাঁকে যা খুশি বুঝিয়ে ফাইলে সই করিয়ে নিতে পারে। আমার মনে হয় নোটবন্দি, জিএসটি চালুর ক্ষেত্রে তেমনটাই হয়েছে। যার ফলে অর্থনীতি ধ্বংস হয়েছে। কৃষি আইন করা হয়েছে। একজন শিক্ষিত প্রধানমন্ত্রী কখনওই নোট বাতিলের মতো সিদ্ধান্ত নিতে পারেন না। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রচার চালিয়ে চলেছে আপ।
কেজরি এদিন বলেন, আমাদের দেশে দারিদ্র্যের কারণে মানুষ লেখাপড়া করতে পারছে না। দেশ স্বাধীন হয়েছে ৭৫ বছর। আজকের তরুণরা দ্রুত এগিয়ে যেতে চায়। তাই প্রধানমন্ত্রীর শিক্ষিত হওয়া প্রয়োজন। কেজরির বক্তব্যের প্রেক্ষিতে বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী এবং বিচার ব্যবস্থার বিরুদ্ধে দিল্লির মুখ্যমন্ত্রী করা মন্তব্যে এটা প্রমাণ হয় যে, তাঁর বুদ্ধিনাশ হয়েছে।

আরও পড়ুন- প্রেসিডেন্ট পদে তাঁর লড়াই রুখতে চক্রান্ত চলছে, দাবি ট্রাম্পের

Latest article