প্রতিবেদন : অভিনেত্রী নাকি মৃত! এরপরেই তাঁর অ্যাকাউন্ট থেকে ৯ লাখ ১৭ হাজার টাকা লোপাট। এই ঘটনা ঘটেছে অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়ের (Pallavi Chatterjee) সঙ্গে। পল্লবী অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prasenjit Chatterjee) বোন। আর এই টাকা লোপাট হয়েছে কলকাতা শরৎ বোস রোডের একটি বেসরকারি ব্যাঙ্কের পিপিএফ অ্যাকাউন্ট থেকে। প্রশ্ন উঠেছে তাঁর মৃত্যুর কাগজপত্র কীভাবে তৈরি হল? এবং কে ওই টাকা লোপাট করল। হতবাক পল্লবী (Pallavi Chatterjee) পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ। আচমকাই ব্যাঙ্কের তরফে পল্লবীকে জানানো হয়, তাঁর অ্যাকাউন্ট বন্ধ। তারপরই অভিনেত্রী জানতে পারেন, ওই অ্যাকাউন্টে থাকা তাঁর সমস্ত টাকাও কিন্তু উধাও। অভিনেত্রী মৃত দাবি করে কেউ বা কারা সেই টাকা তুলে নিয়েছে। পল্লবীর কথায়, তিনি ব্যাঙ্ককে জানান, তিনি তো মৃত নন, তাহলে তো আমার মৃত্যুর শংসাপত্র দেখাতে হবে, সেটা কোথায়? আমি এর কোনও সদুত্তর পাইনি। কেন্দ্র নিয়ন্ত্রিত একটা সংস্থায় এতবড় জালিয়াতি! আজ আমার সঙ্গে হয়েছে, হয়ত আরও অনেকের সঙ্গেই হচ্ছে আমরা জানতেও পারছি না। আমি এই ঘটনায় দিদির কাছে যেতেই পারতাম। কিন্তু কেন্দ্রের নিয়ন্ত্রিত সংস্থায় এতবড় প্রতারণা! আমি সত্যিই অবাক! গোটা ঘটনায় কড়েয়া থানা তদন্ত করছে।
আরও পড়ুন- নিউ গড়িয়া মেট্রো রুটে ভাড়া ঘোষণা