বেঙ্গালুরু, ৩ এপ্রিল : গতবারের দুঃস্বপ্ন এবারও তাড়া করেছে মুম্বই ইন্ডিয়ান্সকে! পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা গত বছর টানা আটটি ম্যাচ হেরেছিল। শেষ করেছিল ১০ নম্বরে। এবারও প্রথম ম্যাচেই বড় হার। অধিনায়ক রোহিত শর্মা বলছেন, ‘‘শুরুটা ভাল হল না। আমাদের টপ অর্ডার এই ম্যাচে পুরোপুরি ব্যর্থ। প্রথম ছ’ওভারে রান উঠল না। উল্টে উইকেট পড়ল। আমরা নিজেদের ক্ষমতার অর্ধেকও মাঠে নেমে দেখাতে পারিনি। অথচ পিচ ব্যাটিংয়ের জন্য আদর্শ ছিল।’’
আরও পড়ুন-ফের হার পিএসজির, বিদ্রুপের শিকার মেসি
এর পরেও যে মুম্বই স্কোরবোর্ডে লড়াই করার মতো রান তুলতে পেরেছিল, তার জন্য তিলক ভার্মাকে (৪৬ বলে ৮৪ রান) কৃতিত্ব দিচ্ছেন রোহিত। তিনি বলেন, ‘‘চাপের মুখে তিলক দারুণ ব্যাট করল। এমন কিছু শট খেলেছে যা খেলতে সাহস লাগে। ওর এবং লোয়ার অর্ডারের জন্যই আমরা লড়াই করার মতো রান তুলেছিলাম। কিন্তু বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারল না। তবে আমাদের আরও ৩০-৪০ রান তোলা
উচিত ছিল।’’
আরও পড়ুন-কেরলে চলন্ত ট্রেনে পুড়িয়ে খুন, শিশু-সহ ৩ যাত্রী মৃত
আরসিবির বিরুদ্ধে হারের কারণ হিসেবে জসপ্রীত বুমরার অনুপস্থিতির অজুহাত দিচ্ছেন না রোহিত। বরং তিনি বলছেন, ‘‘গত ৭-৮ মাস ধরেই আমরা বুমরাকে ছাড়া খেলতে অভ্যস্ত হয়ে গিয়েছি। তাই ওর কথা ভেবে হতাশ হওয়ার কোনও কারণ নেই। দলের বাকি বোলাররাও প্রতিভাবান এবং যোগ্য। টুর্নামেন্ট সবে শুরু হল। এখনও অনেকটা পথ এগোতে হবে।’’