নয়াদিল্লি, ৩ এপ্রিল : আইপিএলের প্রথম ম্যাচে ঋষভ পন্থের অভাব অনুভব করছে দিল্লি ক্যাপিটালস। স্বীকার করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে দিল্লির ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ সৌরভের দাবি, পন্থের অনুপস্থিতি নতুনদের কাছে নিজেদের প্রমাণ করার দারুণ সুযোগ।
লখনউ সুপারজায়ান্টসের কাছে হেরে আইপিএল অভিযান শুরু করেছে দিল্লি। মঙ্গলবার ডেভিড ওয়ার্নাররা দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে।
আরও পড়ুন-টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ, মানছেন রোহিত
তার আগে সৌরভের বক্তব্য, ‘‘অবশ্যই আমরা ঋষভকে মিস করছি। ওর মতো ম্যাচ উইনারকে সব টিমই মিস করবে। তবে পাশাপাশি এটা তরুণদের জন্য একটা দারুণ সুযোগ। নিজেদের জাত চেনানোর।’’ সৌরভ আরও যোগ করেছেন, ‘‘মনে রাখতে হবে, মহেন্দ্র সিং ধোনি সরে যাওয়ার পর ঋষভ উঠে এসেছিল। তবে এই মুহূর্তে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল ঋষভের দ্রুত সুস্থতা।’’
আরও পড়ুন-ফের হার পিএসজির, বিদ্রুপের শিকার মেসি
পন্থের অনুপস্থিতিতে প্রথম ম্যাচে দিল্লির হয়ে কিপিং করেছেন ব্যাটার সরফরাজ খান। কিন্তু তাঁর কিপিং মনে দাগ কাটেনি। সৌরভ বলছেন, ‘‘ক্রিকেট এখন অনেক বদলে গিয়েছে। বিশেষ করে, টি-২০ ক্রিকেটে তো প্রচণ্ড চাপ থাকে। সরফরাজ সবে একটা ম্যাচে কিপিং করল। তাই এখনই ওর সমালোচনা করাটা ভুল হবে। মনে রাখতে হবে, ঋষভের মতো কিপার-ব্যাটার কিন্তু আমাদের হাতে নেই। লখনউ দলে কে এল রাহুল, নিকোলাস পুরানের মতো ব্যাটার রয়েছে। যারা উইকেটকিপিং করতেও সমান দক্ষ। আমাদেরও তাই এমন একজনকে দরকার, যে ব্যাটিং ও কিপিংয়ে সমান পারদর্শী। সরফরাজ এই ভূমিকায় যোগ্য।’’