সংবাদদাতা, আলিপুরদুয়ার : কয়েক মিনিটের ঝড়ে (Cyclone- Alipurduar) লন্ডভন্ড হয়ে গেল কুমারগ্রাম ব্লকের বেশ কিছু এলাকা। রবিবার রাত প্রায় সাড়ে ন’টা নাগাদ শুরু হয় প্রবল ঝড়। ভুটান সীমান্ত সংলগ্ন বিত্তিবাড়ি, হলদিবাড়ি, কুমারগ্রামের কিছু অংশ ও বালাপাড়ায় এই ঝড়ের প্রভাব পড়ে। দুর্গতদের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। ব্লক প্রশাসনের তরফ থেকে বিডিও মিহির কর্মকার ঝড়ে (Cyclone- Alipurduar) ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। ব্লক প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্তদের ১২ কেজি করে চাল ও ত্রিপল প্রাথমিক ত্রাণ হিসেবে দেওয়া হয়েছে। পাশাপাশি যাঁদের বাড়িঘর একেবারে নষ্ট হয়েছে ক্ষতিপূরণ জন্য তাঁদের আবেদনপত্র দেওয়া হয়। ঝড়ে ভুটান সীমান্ত সংলগ্ন বিত্তিবাড়ি, হলদিবাড়ি, কুমারগ্রামের কিছু অংশ ও বালাপাড়ায় বিরাট প্রভাব পড়েছে। মোট ১২টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। বেশ কিছু বাড়ির আংশিক ক্ষতি হয়। বহু জায়গায় সুপারি বাগান, গামারি গাছের বাগান মাটিতে মিশে যায়। ক্ষতি হয় ভুট্টা ও পাট চাষের। স্থানীয় তৃণমূল নেতৃত্ব সোমবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে। বিডিও মিহির কর্মকার বলেন, ঝড়ে বারোটি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ও প্রায় পঁয়ত্রিশটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। যাঁদের বাড়ি ভেঙে গিয়েছে তাঁরা যেন দ্রুত ক্ষতিপূরণ পান তার ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন- বিএসএফের প্রহারে গ্রামবাসীর মৃত্যুতে গর্জে উঠল গীতালদহ