দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির (Jagannath Temple)। পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে মঙ্গলবার, সেই মন্দির পরিদর্শন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন (Debashish Sen), চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী (Sohom Chakraborty) এদিন সঙ্গে ছিলেন। মন্দিরের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী খুশি। এদিন তিনি জানান, একবছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে।
আরও পড়ুন-‘এরা বোঝে না, বাংলার মানুষ দাঙ্গা ভালবাসে না’ সভা থেকে ক্ষোভ মুখ্যমন্ত্রীর
এদিন, কর্মী সম্মেলনের পরে সূচি মতো দিঘা স্টেশনের কাছে নির্মীয়মাণ মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এক বছরের মধ্যেই কাজ শেষ হবে। এই মন্দিরের উচ্চতা পুরীর মন্দিরের সমান হবে এই মন্দির। তবে, বিগ্রহ পুরীর মতো নিমকাঠের না হয়ে, করা হবে মার্বেলের। হিডকো এই কাজটা করছে বলে জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-‘পঞ্চায়েতে দক্ষ কর্মী চাই, ভাল মানুষ চাই’ পূর্ব মেদিনীপুর থেকে বার্তা মুখ্যমন্ত্রীর
কিছুদিন আগে তাঁর ওড়িশা সফরে সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক পুরীর মন্দিরের দেওয়া রেপলিকাটি দিঘার মন্দিরেই রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর দয়িয়াপতি যে ছবি দিয়েছিলেন তাও সেখানে দেন তিনি। এরপরেই দিঘার সৈকতে বেশ কিছুটা হাঁটেন তিনি। সেখানে উপস্থিত সবার সঙ্গে সৌজন্য বিনিময় করেন।