নয়াদিল্লি: টি-২০ বিশ্বকাপের আগে হঠাৎ করেই ফর্ম হারিয়েছেন সূর্যকুমার যাদব ও ঈশান কিষান। কিংবদন্তি সুনীল গাভাসকর মনে করেন, জাতীয় দলে সুযোগ পাওয়ার পর আত্মতুষ্ট হয়ে পড়েছিলেন সূর্যকুমার ও ঈশান। তারই ছাপ পড়েছে পারফরম্যান্সে। একই সঙ্গে ভুল শট নির্বাচনও এই দু’জনের ব্যর্থতার অন্যতম কারণ।
চলতি আইপিএলের শেষ পাঁচ ইনিংসে সূর্যকুমারের রান যথাক্রমে ৩, ৫, ৮, ০ ও ৩৩। ঈশানের শেষ তিন ইনিংসে রান ১১, ১৪ ও ৯।
আরও পড়ুন : বিশ্বকাপে নেই স্যাম কারেন
তিনি তো মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম দল থেকেই ছিটকে গিয়েছেন। এই প্রসঙ্গে সানির মন্তব্য, ‘‘ওদের দেখে আমার মনে হচ্ছে, ইন্ডিয়া ক্যাপ পাওয়ার পর দু’জনেই কিছুটা রিল্যাক্সড হয়ে গিয়েছিল। হয়তো আমি ভুল। কিন্তু ওদের কিছু শট দেখে আমার মনে হয়েছে, জাতীয় দলের সদস্য এই মানসিকতা থেকে অহেতুক বড় শট খেলতে গিয়ে ওরা ডুবেছে।’’ গাভাসকর আরও বলেন, ‘‘কখনও কখনও এমনটা ঘটে। তখন আপনাকে ক্রিজে গিয়ে বাড়তি সময় কাটাতে হবে। শট নির্বাচনেও নির্ভুল থাকতে হয়। আমি মনে করি, ভুল শট নির্বাচন ওদের ডুবিয়েছে।’’ একই সঙ্গে প্রাক্তন ভারতীয় অধিনায়ক জানাচ্ছেন, হার্দিক পাণ্ডিয়া বোলিং না করলে টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল সমস্যায় পড়বে।