বিজেপি বধ করতে অক্ষম রাহুল গান্ধীকে তোপ কুণাল ঘোষের

Must read

কৃষক হত্যা নিয়ে তোলপাড় রাজ্য ও দেশ। সব রাজনৈতিক দল বিজেপির নিন্দায় মুখর। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে লখিমপুরে গিয়েছে রাজ্যের প্রতিনিধিরা। কৃষকদের পরিবারের সাথে থেকে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন তারা। রাহুল গান্ধী মানুষকে বিভ্রাট করছেন বলেই মনে করছেন রাজ্যের তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। রাহুলের এই আচরণের প্রতিবাদ করেই টুইটারে সরব হন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।

‘রাহুল গান্ধীর জানা উচিত:

দীর্ঘ লড়াইয়ের পর তৃণমূল কংগ্রেসের এমপিরা আছেন লখিমপুরে।
ত্রিপুরায়, বিজেপি কেবল আগরতলা জুড়ে ১৪৪ জারি করেছে
কেবলমাত্র অভিষেক ব্যানার্জীকে আটকানোর জন্য।

আইএনসি ধারাবাহিকভাবেই ইউপি -তে আমেঠির মত জায়গায় দুর্বল।। কিন্তু টিএমসি বাংলায় বিজেপিকে পরাজিত করে।
আইএনসি পাঞ্জাবকে এলোমেলো করে দিয়েছে।’

এদিন তিনি রাহুল গান্ধীকে নিশানা করে বলেন ‘রাহুল গান্ধীকে সত্য বিকৃত করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যেটা একেবারেই উচিত নয়।

তৃণমূল কোন পার্ট টাইম রাজনীতিবিদ যে বিজেপিকে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে তার কোন আলগা অরাজনৈতিক মন্তব্য গ্রহণ করবে না।

আমরা আইএনসিকে সম্মান করি। আমরা অ বিজেপি দলের পক্ষে।

আমরা রাস্তায় আছি, শুধু টুইটারে নয়।’

কুণাল ঘোষের এই মন্তব্যের পর কংগ্রেস নড়েচড়ে বসবে কিনা সেই নিয়ে এখনো কিছু জানা না গেলেও রাজ্য রাজনীতিতে এটা আলোচনার বিষয় অবশ্যই।

 

 

Latest article