প্রতিবেদন : কোভিড পর্ব কাটিয়ে চার বছর পর ইডেনে হোম ম্যাচ খেলছে কলকাতা নাইট রাইডার্স। ফের ক্রিকেট উৎসবে মাতোয়ারা ক্রিকেটের নন্দনকানন। ২০১৯ সালের ২৮ এপ্রিল কলকাতায় নাইটদের হোম ম্যাচে শেষবার এসেছিলেন বলিউডের বাজিগর। আবারও শাহরুখ খান এলেন তাঁর টিমের ইডেনে হোম ম্যাচ দেখতে। কিং খান মাঠে আসতেই সেই চেনা মেজাজে ইডেন। আগে বিভিন্ন সময় ম্যাচ শুরুর বেশ কিছুক্ষণ পর মাঠে ঢুকতেন শাহরুখ। এবার ম্যাচ শুরুর প্রায় সঙ্গে সঙ্গেই মাঠে আসেন কেকেআর কর্ণধার। পাঠানের আগমনে গ্যালারির শব্দব্রহ্মে কেঁপে উঠল ইডেন। সেলিব্রিটি নাইট সমর্থক উষা উত্থুপ অন্যবারের মতো এদিনও ছিলেন কিং খানের পাশে। কর্পোরেট বক্সে কুশল বিনিময় করলেন দু’জনে।
আরও পড়ুন-সন্তোষপুর রেলস্টেশনে বিধ্বংসী আগুন, হতাহতের খবর নেই
প্রচণ্ড গরমেও ক্রিকেটপ্রেমীদের উৎসাহের অন্ত ছিল না। ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে মহামেডান ক্লাবের বাইরে, চারদিকে শুধুই আরসিবি সমর্থক। কেকেআরের হোম ম্যাচ, সেটা ইডেনের বাইরে বোঝার উপায় নেই। দেদার বিকোচ্ছে আরসিবি-র জার্সি এবং অবশ্যই তাতে বিরাটের নাম লেখা। কিছু চোখে পড়ল জাতীয় দলের জার্সিও। নীল জার্সিতেও নাম সেই বিরাটের। ভক্তদের মুখে ‘কোহলি…কোহলি’ স্লোগান। ইডেন চত্বরে নজরে পড়েছে কিছু নাইট সমর্থককে। যাঁরা কেকেআর এবং আন্দ্রে রাসেলের নাম লেখা জার্সি পরেছেন। কিন্তু আরসিবি বা বিরাটপ্রেমীদের তুলনায় তা নগণ্য।
আরও পড়ুন-ভয়াবহ অগ্নিকাণ্ড রানিহাটি নাবঘরা মাছ বাজারে
মাঠের বাইরের ভিড়ে নাইটদের সমর্থন খুঁজে পাওয়া যখন কঠিন ছিল, তখন মাঠের ভিতর বোঝা দায় ছিল, ইডেন কার! কেকেআর না বিরাটের! ডেভিড উইলি যখন ভেঙ্কটেশ আইয়ার ও মনদীপ সিংকে পরপর দু’বলে ফিরিয়ে দিলেন, তখন যে গর্জন দেখল ইডেন তা পরক্ষণেই দ্বিগুণ হল রামানুল্লাহ গুরবাজের বাউন্ডারিতে। মায়াবী ইডেন তখন যেন আক্ষরিক অর্থেই ক্রিকেটের মিলনোৎসব। শুধু ইডেন গার্ডেন্স নয়, নাইটদের ঘরে ফেরাকে কেন্দ্র করে বেগুনি রঙে সেজেছে শহর কলকাতার বিভিন্ন এলাকা। সব জায়গাতেই লেখা, ‘বাড়ি ফিরছি এবার, আমি কেকেআর’।