প্রথম ম্যাচ হারলেও ঘরের মাঠে জয় দিয়ে শুরু করল কলকাতা। বিরাট কোহলির বেঙ্গালুরুকে ৮১ রানে হারালেন নাইটরা। প্রথমে ব্যাট করে কেকেআর। ৭ উইকেটে ২০৪ রান। কিন্তু আরসিবির ইনিংস শেষ হল ১২৩ রানে।
আরও পড়ুন-চা-শ্রমিকদের দাবি আদায়ে সরব তৃণমূল
জয় পেলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ইডেনে কিছুটা ব্যর্থ নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপ! রহমানুল্লা গুরবাজ় এবং শার্দূল ঠাকুর আজ রক্ষাকবচ। নীতীশ রানা, বেঙ্কটেশ আয়ারদের ব্যর্থতা যদিও মাথা চারা দিচ্ছেই। রিঙ্কু সিংহের কথা বলতে হবে। ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে কলকাতার ইনিংসকে ভরসা দিলেন উইকেটের এক দিক আগলে রেখে। আফগান উইকেটরক্ষক-ব্যাটার করলেন ৪৪ বলে ৫৭ রান। বেঙ্কটেশ আয়ার (৩), মনদীপ সিংহ (শূন্য), নীতীশ রানারা (১) পর পর আউট হয়ে গেলেও অবিচল ছিলেন গুরবাজ়। পরে তাঁর সঙ্গে যোগ দেন রিঙ্কু। প্রথম দিকে ধরে খেলার চেষ্টা করলেন তিনি। ইনিংসের শেষ দিকে হাত খুললেন। ৩৩ বলে ৪৬ রান এল তাঁর ব্যাট থেকে। মারলেন ২টি চার এবং ৩টি ছয়। তাঁর সঙ্গে জুটি বাঁধেন শার্দূল। ৯টি চার এবং ৩টি ছয় মেরে শার্দূল করলেন ২৯ বলে ৬৮ রান।
আরও পড়ুন-বিজেপির অ্যাজেন্ডা মেনেই সিলেবাস থেকে বাদ গুজরাত দাঙ্গা ও গান্ধীহত্যা
আজকের এই জয়ের ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে নাইট শিবিরকে শুভেচ্ছা জানান। তিনি লেখেন, আজকের জয়টা খুবই স্পেশাল কারণ ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে এটি এই বছরের প্রথম ম্যাচ! কেকেআর কে আন্তরিক অভিনন্দন। প্রতিটি একক খেলোয়াড় তাদের সেরাটা দিয়েছে। আসন্ন সব ম্যাচের জন্য শুভকামনা!’
Today’s victory is extremely special because it is also the first match of the season in Eden Gardens Stadium!
Heartiest congratulations to @KKRiders…every single player gave their best.
Good luck for all upcoming matches! ✨
— Mamata Banerjee (@MamataOfficial) April 6, 2023