প্রতিবেদন : প্যান ও আধার কার্ড সংযুক্তকরণ না হলে জরিমানা দিতে হবে। ২০২২ সালে নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত। ওই বছরের ১ এপ্রিল থেকে জরিমানা কার্যকর করা হয়েছিল। সেই সিদ্ধান্তের জেরে সম্প্রতি বেশ কিছু মানুষকে প্যান ও আধার সংযোগ করতে গিয়ে ১০০০ টাকা করে জরিমানা দিতে হয়েছে। যা মানুষকে আরও বিপাকে ফেলেছে।
আরও পড়ুন-ঘরের মাঠে বাদশার কেকেআরের জয়, ৮১ রানে বেঙ্গালুরুকে হারালেন নাইটরা, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা
সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৃহস্পতিবার তিনি বলেন, প্যান ও আধার সংযোগের জন্য মানুষকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। যাঁরা এখনও সেই কাজ করেননি তাঁদের চলতি বছরের ৩০ জুনের মধ্যে সেটা করে ফেলতে হবে। এরপর যত সময় যাবে, ততই বাড়বে জরিমানার অঙ্ক। অর্থমন্ত্রী এই মন্তব্যকে অনেকেই চরম অমানবিক বলে কটাক্ষ করেছেন।