লিভারপুল, ৮ এপ্রিল : রবিবার প্রিমিয়ার লিগে মাঠে নামছে আর্সেনাল। ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে গানাররা। সেখানে প্রতিপক্ষ লিভারপুল ২৮ ম্যাচ খেলে পেয়েছে মাত্র ৪৩ পয়েন্ট। অথচ প্রতিপক্ষের থেকে ২৯ পয়েন্টে এগিয়ে থেকেও স্বস্তিতে নেই ফার্স্টবয়রা। কারণ ম্যাচটা যে লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে। সেখানে শেষ ছ’টি ম্যাচেই হেরেছে আর্সেনাল। শুধু তাই নয়, গোল হজম করেছে নেই নেই করে ২২টি!
যদিও আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলছেন, ‘‘অতীত রেকর্ড নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমাদের লক্ষ্য তিন পয়েন্ট। কাল শুরু থেকেই জয়ের জন্য আমার দল ঝাঁপাবে।’’
আরও পড়ুন-শুভমনকে ফেরানোই চ্যালেঞ্জ নাইটদের, আজ মুখোমুখি কেকেআর-গুজরাট টাইটান্স
আর্তেতা আরও যোগ করেছেন, ‘‘জানি এই ম্যাচ আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে পাশাপাশি অ্যানফিল্ডে নিজেদের খারাপ রেকর্ড ভেঙে দেওয়ার দারুণ সুযোগ রয়েছে। অনেকগুলো বছর এই মাঠে জিতিনি। এটাই আমার ফুটবলারদের কাছে বড় মোটিভেশন।’’
অন্যদিকে, জুরগেন ক্লপ আবার রবিবারের ম্যাচটাকে ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে দেখছেন। লিভারপুল কোচের বক্তব্য, ‘‘আমাদের নতুন করে হারানোর কিছু নেই। নতুন মরশুমের প্রস্তুতি হিসেবে এই ম্যাচকে দেখছি।’’